Skip to main content

Posts

Showing posts from June, 2018

RAIL ALP/GROUP-D EXAM-2018|| GK & GS PREVIOUS YEAR QUESTION SOLVED|| PART-2||

1.From which lake salt is produced? --sambar  lake(rajasthan) 2.Largest saline water lake of India? --chilka(Odisha) 3.Eggs contains which protein?  --Albumine. 4.Which is the weakest force in nature? --Gravitational Force. 5.The method of protecting iron from rusting by coating a thin layer of Zinc is called --Galvanisation. 6.The metal deformed permanently by hit  & pressure is called --Thermoset. 7.Elements is electronegative --Florin(F)/ Oxygen(O)/ Nitrogen(N) 8.'Histology' is the study of --tissue. 9.which body part is known as 'Adam's apple'? --Thyroid. 10.As compare to pure water, a body in salt water will- --Sink less. 11.What is colloidal solution? --Gel/Muddy water 12.The sarvodaya movement(upliftment of all) wa started by --Jayprakash Narayan 13.In Indian Constitution , the power to issue a writ of 'Habeas corpus' is vested in- --The SC & High Court. 14.Where is the 'borrah caves' located?...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-7||

১.নিম্নলিখিত  কোন ব্যাক্তি ভক্তি আন্দোলন এর সঙ্গে যুক্ত নয়? ক)গানেস্বর  খ)মীরাবাঈ  গ)সুরদাস  ঘ)তানসেন  (তানসেন) ২.ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক)লাক্ষাদ্বীপ  খ)নতুন দিল্লী  গ)আন্দামান  ও নিকোবর দ্বীপপুঞ্জ  ঘ)চন্ডিগড়  (আন্দামান ও  নিকোবর দ্বীপপুঞ্জ) ৩.'পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠমো ছাড়া অন্য সব অংশ বদলাতে পারে ' সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলো? ক)গোলোকনাথ মামলায়  খ)কেশবানন্দ ভারতী কেস  গ)বন্দী প্রত্তক্ষয়করণ মামলায়  ঘ)মিনার্ভা মিলস মামলায়  (কেশবানন্দ ভারতী  কেস) ৪.দিল্লির সিংহাসন  এ প্রথম মুসলিম সম্রাজ্ঞী কে? ক)রাজিয়া সুলতানা  খ)রানী রাসমণি  গ)রানী অবন্তিবাঈ  ঘ)নুরজাহান  (রাজিয়া সুলতানা) ৫.ভারতের প্রাচীনতম নীতিগল্প হলো- ক)ঈশ্বর এর নীতিকথা  খ)পঞ্চটিক সায়ার  গ)পঞ্চতন্ত্র  ঘ)যবানেশ্বর  (পঞ্চতন্ত্র) ৬.জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা কে কতদিনের মধ্যে ভারতীয় সংসদে অনুমোদিত হতেহবে? ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...

রেল গ্রুপ ডি পরীক্ষা- ২০১৮।। বিগত বছর এর প্রশ্নাবলী।। পার্ট-১।।

১. ভারতীয় রেল এর জনক কাকে বলা হয়? (লর্ড ডালহৌসি). ২.প্রথম মেট্রোরেল  চালু হয় কোথায়? [কলকাতায় (১৯৮৪)] ৩.ভারতের বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম? (গোরক্ষপুর) ৪.বংশগতির জনক  কাকে বলা হয়? (গ্রেগর জোহান মেন্ডেল কে) ৫.খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? (মধ্যপ্রদেশ ) ৬.১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর কোথায় চুক্তি সাক্ষর হয়? (তাসখন্দ) ৭.স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? (মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস) ৮.২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? (উত্তর প্রদেশ) ৯.ভারতবর্ষের সবচেয়ে বেশি কয়লা কোথায়  সঞ্চিত আছে? (দামোদর উপত্যকা অঞ্চলে) ১০.পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? (৪ জন ) ১১.পাকা পেঁপের লালচে হলুদ রং এর কারণ কি? (ক্যারোটিন এর উপস্থিতির কারণে) ১২.সালোকসংশ্লেষে অক্সিজেন উৎস কি? (জল) ১৩.ভ্যালী  ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্হিত? (মার্কিন যুক্তরাষ্ট্র ) ১৪.মার্স গ্যাসের মুখ্য  উপাদান কি? (মিথেন ) ১৫.ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? (আকবর ) ১৬.কে ডিনামাইট আবিষ্কার করেন? (আলফ্রেড নোবল) ১৭.ক্স-রে ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-5||

১."দানসাগর "  গ্রন্থের রচয়িতা কে? ক)বল্লাল সেন  খ)লক্ষণ সেন  গ)জয়দেব  ঘ)শ্রীধরভট্ট  (বল্লাল সেন) ২.শশাঙ্কের রাজধানী কি ছিল? ক)পুরুষপুর  খ)কনৌজ  গ)মগধ  ঘ)কর্ণসুবর্ণ  (কর্ণসুবর্ণ) ৩.কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা  থেকে দিল্লী স্থানান্তরিত করেন? ক)আকবর  খ)শাহজাহান  গ)হুমায়ুন  ঘ)আওরঙ্গজেব  (শাহাজাহান ) ৪."আইহোল প্রশস্তি" কার রচনা? ক)রবিকীর্তি  খ)বাণভট্ট  গ)বিশাখদত্ত  ঘ)ভাস  (রাবিকীর্তি) ৫.অয়েল অফ ভিট্রিওল কাকে বলা হয়? ক)H2S খ)HNO3 গ)H2SO4 ঘ)CO2 (H2SO4) ৬.পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? ক)অপরাজিত বর্মন  খ)কীর্তিবর্মন  গ)বিষ্ণুগোপ  ঘ)সিংহাবিষ্ণু  (অপরাজিত বর্মন ) ৭. ভারতে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলো তে কে আইন প্রণয়ন করতে পারে? ক)কেন্দ্রীয় সরকার  খ)রাজ্য সরকার  গ)রাষ্ট্রপতি  ঘ)রাজ্য ও কেন্দ্র উভয়ই  (রাজ্য ও কেন্দ্র ) ৮.খানুয়ার যুদ্ধ কবে অনুষ্টিত হয়েছিল? ক)১৫...

সাধারণ জ্ঞান -১।। WB CONSTABLE/SI|| দেশ ও রাজধানী সমূহ।।

                                           ⧪ দেশ ও তার রাজধানী সমূহ ⧪

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-4||

১. মহেন-জো -দারো  কথাটির অর্থ কি? ক ) সীমান্তবর্তী নগর খ )মৃতের স্তূপ গ )জীবিতের স্বপ্ন ঘ )শান্তির দেশ (মৃতের স্তূপ ) ২. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ক )ঋক খ )সাম গ )যজু ঘ )অথর্ব (ঋগ ) ৩.লাভা গঠিত মালভূমির উদাহরণ  হলো ক)পামির খ)ছোটনাগপুর গ)ডেকন্ট্রপ ঘ )মহারাষ্ট্র  মালভূমি (ডেকন্ট্রপ) ৪.দৈত্ব নাগরিকত্ব নীতি অনুসৃত  হয়েছে  কোন দেশে ? ক)US  খ)SRILANKA গ)INDIA ঘ )BANGLADESH (US) ৫.ভারতে  ভোটাধিকারের  নূন্যতম  বয়স ২১ থেকে  কমিয়ে ১৮ করা হয়েছে  কততম সংশোধনী আইনে ? ক )৫২তম খ )৬১তম গ )৮৫তম ঘ )৪২তম (৬১তম ) ৬. পৃথিবীর  উচ্চতম আগ্নেয়গিরি  হলো ক)হাউইয়ের  মৌনালোয়া খ)ভিসুভিয়াস গ)ফুজিয়ামা ঘ)ব্যারন (মৌনালোয়া) ৭.বেদের অপর  নাম কি? ক)উপনিষদ খ)শ্রুতি গ)পুরান ঘ)জাতক (শ্রুতি) ৮."ত্রিপিটক " কোন ধর্মের পবিত্র গ্রন্থ ? ক)হিন্দু খ)বৌদ্ধ গ)জৈন ঘ )পার্সি (বৌদ্ধ ) ৯.উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ  দিয়ে নিয়ন্ত্রিত হলে তাকে বলে - ক)টাকটিক খ)নাস্টিক গ)ট্রপিক ঘ)...

WB EXCISE SI EXAM 2018||ENGLISH|| ONE WORD|| PART-1||

                                        1ONE WORD SUBSTITUTION 1.A person with a long experience of any occupation ................ Veteran 2.words written in a tomb............................................................ Epithet. 3.Something no  longer in use......................................................Obsolete. 4.Fear of being enclosed in a small closed space.........................Claustrofobia. 5.A person coming  to a foreign land to settle there.......;.............Immigrant. 6.a person unable to pay his/her debt............................................Insolvent. 7.something capable of being done...............................................Feasible. 8.A short poem or speech addressed to the spectators  after the conclusion of the drama......................................................................................

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-3

১.   সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ? ক. লোহা খ. তামা গ. সোনা ঘ. ব্রোঞ্জ  (লোহা) ২.   নিচের কোনটিকে  মার্স গ্যাস বলা হয় ? ক. CH4 খ. CH6 গ. C2H2 ঘ. None of the above  (CH4) ৩.হীরক রাসায়নিকভাবে – ক. খাঁটি সোনা খ.  কয়লা গ. খাঁটি কার্বন ঘ .  ক্যালসিয়াম কার্বনেট (খাঁটি কার্বন) ৪. রক্ততঞ্চনের জন্য কোন প্রোটিন দায়ী? ক. গ্লোবিউলিন খ. ফাইব্রোন গ. ফাইব্রিনোজেন ঘ. এদের কোনটিই নয় (ফাইব্রিনোজেন) ৫.  প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয়? ক. ক্লোরিন খ. সালফার গ. কার্বন ঘ. নাইট্রোজেন (সালফার) ৬. নিচের কোন স্থানে সূর্য কখনোই লম্বভাবে পতিত হয় না? ক. শ্রীনগর খ. মুম্বাই গ. মাদ্রাজ ঘ. ত্রিবান্দ্রম (শ্রীনগর) ৭.   নিচের কোন রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা দ্বিখন্ডিত হয় নি? ক. উড়িষ্যা খ. রাজস্থান গ. মধ্যপ্রদেশ ঘ. ছত্তিশগড় (উড়িষ্যা) ৮.   নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? ক. গোদাবরী খ. কাবেরী গ. নর্মদা ঘ. কৃষ্ণা (নর্মদা) ৯.   বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথ...

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL KNOWLEDGE!! PART-2

১. নিচের কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে? A. লিথিয়াম B. এন্টিমনি C. পারদ D. ব্রোমিন  (ব্রোমিন)  ২.    পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়? A. গ্রাফাইট B. সীসা C. সিলিকন D. চারকোল (গ্রাফাইট) ৩. কোন হিন্দি সাহিত্যিক 27তম ব্যাস সম্মান পেয়েছেন???   1. জ্ঞান চতুর্বেদী  2. দিব্য প্রকাশ দুবে 3. মমতা কালিয়া 4. মৃদুলা গরগ ( মমতা কালিয়া) ৪. নিচের কোনটি অ্যালুমিনিয়াম এর খনিজ হলেও আকরিক নয়? 1.গিবসাইট 2.ফেলসপার 3.ডায়াসপোর 4.ক্রায়োলাইট ( ক্রায়োলাইট) ৫.   নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৬.প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? A. কলম্বিয়া B. ভাস্কর C. আর্যভট্ট D. রোহিনী (আর্যভট্ট  ) ৭. D.D.T কে আবিষ্কার করেছিলেন? A. মোসলে B. রূডল্ফ C. কার্ল বেঞ্জ D. ডাল্টন (মোসলে) ৮. কোন যুদ্ধে রানি লক্ষিবাই মারা জান:  1) ঝাসি  2)কল্পি  3) গোয়ালিয়র  4) কানপুর ...