Skip to main content

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-4||

১. মহেন-জো -দারো  কথাটির অর্থ কি?
ক ) সীমান্তবর্তী নগর
খ )মৃতের স্তূপ
গ )জীবিতের স্বপ্ন
ঘ )শান্তির দেশ

(মৃতের স্তূপ )

২. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
ক )ঋক
খ )সাম
গ )যজু
ঘ )অথর্ব

(ঋগ )

৩.লাভা গঠিত মালভূমির উদাহরণ  হলো
ক)পামির
খ)ছোটনাগপুর
গ)ডেকন্ট্রপ
ঘ )মহারাষ্ট্র  মালভূমি

(ডেকন্ট্রপ)

৪.দৈত্ব নাগরিকত্ব নীতি অনুসৃত  হয়েছে  কোন দেশে ?
ক)US
 খ)SRILANKA
গ)INDIA
ঘ )BANGLADESH

(US)

৫.ভারতে  ভোটাধিকারের  নূন্যতম  বয়স ২১ থেকে  কমিয়ে ১৮ করা হয়েছে  কততম সংশোধনী আইনে ?
ক )৫২তম
খ )৬১তম
গ )৮৫তম
ঘ )৪২তম

(৬১তম )

৬. পৃথিবীর  উচ্চতম আগ্নেয়গিরি  হলো
ক)হাউইয়ের  মৌনালোয়া
খ)ভিসুভিয়াস
গ)ফুজিয়ামা
ঘ)ব্যারন

(মৌনালোয়া)

৭.বেদের অপর  নাম কি?
ক)উপনিষদ
খ)শ্রুতি
গ)পুরান
ঘ)জাতক

(শ্রুতি)

৮."ত্রিপিটক " কোন ধর্মের পবিত্র গ্রন্থ ?
ক)হিন্দু
খ)বৌদ্ধ
গ)জৈন
ঘ )পার্সি

(বৌদ্ধ )

৯.উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ  দিয়ে নিয়ন্ত্রিত হলে তাকে বলে -
ক)টাকটিক
খ)নাস্টিক
গ)ট্রপিক
ঘ)কোনোটাই নয়

(ট্রপিক)

১০.শর্করার দ্বারা  আকৃষ্ট  হয়ে মসের শুক্রানুইর আর্কিগোনিয়ামের  দিকে চালান কে  কি বলে?
ক)কেমোট্যাক্টিক
খ)ফোটোনাস্তিক
গ)ফটোট্যাক্টিক
ঘ) সিসমোনাস্টিক

(কেমোট্যাক্টিক )

১১.প্রথম বৌদ্ধ মহাসভা  কোথায় হয়েছিল?
ক)রাজগৃহ
খ)বৈশালী
গ)পাটলিপুত্র
ঘ)কাশ্মীর

(রাজগৃহ )

১২.শেষ জৈন  তীর্থঙ্কর  এর নাম কি?
ক)মহাবীর
খ)পার্শনাথ
গ)ঋষভ
ঘ)বসুমিত্র

(মহাবীর)

১৩.আর্যদের ব্যাবহৃত  দুটি  মুদ্রার নাম লেখ ?
ক)নিস্ক ও  মনা
খ)বৃহি ও করা
গ)ঋক ও তাম্র
ঘ)কুরুস ও কল্প

(নিস্ক ও মনা )

১৪.বুদ্ধচরিত এর রচয়িতা কে?
ক)বুদ্ধঘোষ
খ)বসুমিত্র
গ)অশ্বঘোষ
ঘ)লোপামুদ্রা

(অশ্বঘোষ )

১৫.একটি তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয় -
ক)আলফা
খ)বিটা
গ)আলফা, বিটা এবং গামা
ঘ)আলফা ও  গামা অথবা  বিটা ও গামা

(আলফা ও  গামা অথবা  বিটা ও গামা )

১৬.একটি ইলেক্ট্রন এর  ভর Mহলে , বিটা কনার  ভর - M হবে।

১৭.শেতাম্বর ও দিগম্বর কোন ধর্মের শাখা?  ---জৈন ধর্মের।

১৮. বঙ্গদেশে কৌলিন্য  প্রথা কে চালু  করেছিলেন ?   --- বল্লালসেন।

১৯.সর্বাধিক গ্রীন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটির নাম কি? ---কার্বনডাই অক্সাইড।

২০.ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এর প্যারেন্ট অর্গানাইজেশন টি কোনটি? ---NPCI

২১. বালুরঘাট কোন জেলার সদর শহর? ---দক্ষিণ দিনাজপুর।

২২. কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? ---লিথিয়াম।

২৩. কোনটি সন্ধিগত  মৌল নয়?
ক)Cr
খ)Mn
গ)Ni
ঘ)Zn

(Zn)

২৪. সূর্য কিরণ থেকে যে রশ্মি আসে তার অ্যালবেডো কত  পার্সেন্ট হয়? ---৩৪%

২৫. ভারতের বৃহত্তম হ্রদ কি? ---চিল্কা।

২৬. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? ---সমুদ্রগুপ্ত কে।

২৭.একটি রুপোর বালাই  সোনার প্রলেপ দিতে  এনোড রূপে কি ব্যবহৃত হয়? ---Au.

২৮.শকাব্দ  কে প্রবর্তন করেছিলেন? ---কনিস্ক।

২৯.আলেকজান্ডার এর শিক্ষাগুরু কে ছিলেন? ---এরিস্টটল।

৩০.বৃহদ-সংহিতা কার রচনা ? ---বরাহমিহির।

৩১.পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? ---পুরুলিয়া।




#তথ্যে কোনো যদি ভুল থাকে তো মেইল করুন- ayanmaity03@gmail.com

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...