Skip to main content

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়?
A. নাইট্রোজেন
B. হাইড্রোজেন
C. হিলিয়াম
D. হাইড্রোজেন সালফাইড
(হাইড্রোজেন সালফাইড)

২. ব্রোমিন একটি –
A. কালো রংয়ের তরল
B. লাল রংয়ের তরল
C. সাদা রংয়ের তরল
D. নীল রংয়ের তরল

( লাল রংয়ের তরল)

৩. নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়?
A. পারদ
B. ব্রোমিন
C. জিঙ্ক
D. ইউরেনিয়াম
( পারদ)
৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?
A. কার্বন ডাই অক্সাইড
B. মিথেন
C. নাইট্রাস অক্সাইড
D. হাইড্রোজেন
(হাইড্রোজেন)
৫.কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত?
A. ম্যাগনেসিয়াম কার্বনেট
B. ক্যালসিয়াম কার্বনেট
C. ক্যালসিয়াম বাই কার্বনেট
D. সোডিয়াম কার্বনেট
(সোডিয়াম কার্বনেট)
৬. বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে?
A. নাইট্রোজেন
B. হাইড্রোজেন
C. অক্সিজেন
D. কার্বন ডাই অক্সাইড
 (নাইট্রোজেন)
৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি?
A. হিরে
B. সোনা
C. ইস্পাত
D. প্ল্যাটিনাম
(হিরে)
৮.ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গভীর সমুদ্রে অনুসন্ধানে যায়?
A. আর্গন
B. জেনন
C. হিলিয়াম
D. ক্রিপ্টন
( হিলিয়াম)
৯.গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোন গ্যাসগুলি ব্যবহার করা হয়?
A. অক্সিজেন ও হাইড্রোজেন
B. অক্সিজেন ও নাইট্রোজেন
C. অক্সিজেন, এসিটিলিন ও আর্গন
D. অক্সিজেন ও এসিটিলিন
(অক্সিজেন ও এসিটিলিন)
১০. সিলিকন কার্বাইড কোন কাজে ব্যবহার করা হয়?
A. শক্ত বস্তু কাটতে
B. সিমেন্ট ও গ্লাস তৈরিতে
C. ঝালাইয়ের কাজে
D. কোনটিই নয়
(শক্ত বস্তু কাটতে)
১১. সমুদ্রের জলে গড়ে কত % লবন থাকে?
A. ৮.৫%
B. ৩.৫%
C. ৫.৫%
D. ৫.৭%
(৩.৫%)
১২.যখন কোন লোহার বস্তুর উপর মরিচা পড়ে তখন ওই বস্তুটির ওজন আগের ওজনের চেয়ে ——-
A. কমে যায়
B. একই থাকে
C. বেড়ে যায়
D. বাড়তেও পারে কমতেও পারে
(বেড়ে যায়)
১৩. গ্যালভানাইজিং হল-
A. লোহার উপর তামার প্রলেপ দেওয়া
B. লোহার উপর জিঙ্ক প্রলেপ দেওয়া
C. লোহার উপর অ্যালুমিনিয়াম এর প্রলেপ দেওয়া
D. জিঙ্কের উপর লোহার প্রলেপ দেওয়া

( লোহার উপর জিঙ্ক প্রলেপ দেওয়া)
১৪.কার্বনের বিভিন্ন রূপের মধ্যে –
A. কয়লা হল সবচেয়ে শক্ত এবং গ্রাফাইট হল সবচেয়ে নরম
B. হীরা সবচেয়ে শক্ত এবং কয়লা সবচেয়ে নরম
C. হীরা সবচেয়ে শক্ত এবং গ্রাফাইট সবচেয়ে নরম
D. হীরা সবচেয়ে শক্ত এবং ভুষাকালি সবচেয়ে নরম
(হীরা সবচেয়ে শক্ত এবং গ্রাফাইট সবচেয়ে নরম)

১৫.টেট্রাইথাইললেড কোথায় ব্যবহার করা হয়?
A. ব্যাথার ওষুধে
B. আগুন নেভানোর কাজে
C. পেট্রোলে
D. মশার কয়েলে
(পেট্রোলে)

১৬. গ্যাস ঝালাইয়ের সময় ব্যবহৃত আগুনের শিখার রং নীল হয় কেন?
A. সোডিয়ামের জন্য
B. বেরিয়ামের জন্য
C. পারদ থাকার জন্য
D. পটাসিয়ামের জন্য
(বেরিয়ামের জন্য)

১৭. জলের স্থায়ী ক্ষারকত্ব দূর করা যায় কিসের সাহায্যে?
A. ক্লোরিন
B. কাপড় কাঁচা সোডা
C. পটাসিয়াম পার ম্যাঙ্গানেট
D. ব্লিচিং পাউডার

(কাপড় কাঁচা সোডার সাহায্যে)

১৮.এলপিজি গ্যাসের প্রধান উপাদান হল?
A. মিথেন, ইথেন ও হেক্সেন
B. ইথেন, হেক্সেন ও ননেন
C. মিথেন, বিউটেন ও প্রোপেন
D. মিথেন, হেক্সেন ও ননেন
(মিথেন, বিউটেন ও প্রোপেন)

১৯.বায়ু হল –
A. যৌগ
B. মৌল
C. ইলেক্ট্রোলাইট
D. মিশ্র
(মিশ্র)

২০.নিচের কোনটিকে লাফিং গ্যাস বলে?
A. নাইট্রাস অক্সাইড(N2O)
B. সালফার ডাই অক্সাইড(SO2)
C. কার্বন মনোক্সাইড(CO)
D. হাইড্রোজেন পার অক্সাইড
(নাইট্রাস অক্সাইড )(N2O)

২১.নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত নয়?
A. থিয়ামিন
B. রাইবোফ্লাবিন
C. ফলিক অ্যাসিড
D. অ্যাসকরবিক অ্যাসিড
(অ্যাসকরবিক অ্যাসিড)(VIT-C)

২২.আয়নীক লবন গুলির জন্য জল উত্তম দ্রাবক কারণ?
A. জলের স্পেসিফিক  তাপমাত্রা বেশি
B. জলের স্ফুটনাঙ্ক বেশি
C. জলের Diapol moment বেশি
D. জলের কোন রং নেই
(জলের Diapol moment বেশি)
২৩.মুক্তার প্রধান উপাদান কি কি?
A. ক্যালসিয়াম অক্সাইড ও এমোনিয়াম ক্লোরাইড
B. ক্যালসিয়াম কার্বোনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট
C. আরাগোনাইট ও কঞ্চিওলিন
D. অ্যামোনিয়াম সালফেট ও সোডিয়াম কার্বনেট
(ক্যালসিয়াম কার্বোনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট)

২৪. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
A. হিলিয়াম
B. লিথিয়াম
C. সীসা
D. পারদ
(লিথিয়াম)

২৫.  নিচের কোন ধাতুটি বৃহত্তম শহর গুলিতে বায়ু দূষণ ঘটায়?
A. তামা
B. সীসা
C. জিঙ্ক
D. ক্যাডমিয়াম
 (সীসা)

































Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-10||

১.'ব্ল্যাক প্যাগোডা ' কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)সিকিম গ)অরুণাচল প্রদেশ ঘ)মহারাষ্ট্র (ওডিশা) ২. সিন্ধু সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ  দেবতা কে ছিলেন? ক)ইন্দ্র খ)মাতৃকাদেবি গ)বিষ্ণু ঘ)পশুপতি শিব (পশুপতি শিব) ৩.ফাইলেরিয়া কি ঘটিত রোগ? ক)ছত্রাক খ)কৃমি গ)আদ্যপ্রাণী ঘ)ব্যাকটেরিয়া (কৃমি) ৪.'মেঘদুতম' কার রচনা? ক)দন্ডি খ)কালিদাস গ)বিশাখদত্ত ঘ)জয়দেব (কালিদাস) ৫.গান্ধীজির রাজনৈতিক গুরুদেব কে ছিলেন? ক)তলস্তয় খ)তিলক গ)গোপাল কৃষ্ণ গোখলে ঘ)রানাডে (গোপালকৃষ্ণ গোখলে) ৬. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)পা খ)হাত গ)ত্বক ঘ)মস্তিস্ক (ত্বক) ৭.হিউমেরাস মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)খুলি খ)মুখমন্ডল গ)হাত ঘ)পা (হাত) ৮.নিচের কোন রোগ টি ভাইরাস  ঘটিত? ক)ফিতাকৃমি খ)কলেরা গ)টিবি ঘ)গুটিবসন্ত (গুটিবসন্ত) ৯.আমনেশিয়া রোগে শরীরের কোন অংশটি আক্রান্ত হয়? ক)স্মৃতিশক্তি খ)পৌষ্টিকতন্ত্র গ)দৃষ্টিশক্তি ঘ)স্পর্শেন্দ্রিয়  (স্মৃতিশক্তি) ১০.ব্রিটিশ বণিকরা কোন দ্রব্যটির বাণিজ্য প্রথম শুরু করে? ক)এলাচ খ)রেশম গ)নীল ঘ)চর্বি (নীল) ১১.কত সালে ফর...