Skip to main content

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-10||

১.'ব্ল্যাক প্যাগোডা ' কোথায় অবস্থিত?
ক)ওডিশা
খ)সিকিম
গ)অরুণাচল প্রদেশ
ঘ)মহারাষ্ট্র
(ওডিশা)

২. সিন্ধু সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ  দেবতা কে ছিলেন?
ক)ইন্দ্র
খ)মাতৃকাদেবি
গ)বিষ্ণু
ঘ)পশুপতি শিব
(পশুপতি শিব)

৩.ফাইলেরিয়া কি ঘটিত রোগ?
ক)ছত্রাক
খ)কৃমি
গ)আদ্যপ্রাণী
ঘ)ব্যাকটেরিয়া
(কৃমি)

৪.'মেঘদুতম' কার রচনা?
ক)দন্ডি
খ)কালিদাস
গ)বিশাখদত্ত
ঘ)জয়দেব
(কালিদাস)

৫.গান্ধীজির রাজনৈতিক গুরুদেব কে ছিলেন?
ক)তলস্তয়
খ)তিলক
গ)গোপাল কৃষ্ণ গোখলে
ঘ)রানাডে
(গোপালকৃষ্ণ গোখলে)

৬. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
ক)পা
খ)হাত
গ)ত্বক
ঘ)মস্তিস্ক
(ত্বক)

৭.হিউমেরাস মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
ক)খুলি
খ)মুখমন্ডল
গ)হাত
ঘ)পা
(হাত)

৮.নিচের কোন রোগ টি ভাইরাস  ঘটিত?
ক)ফিতাকৃমি
খ)কলেরা
গ)টিবি
ঘ)গুটিবসন্ত
(গুটিবসন্ত)

৯.আমনেশিয়া রোগে শরীরের কোন অংশটি আক্রান্ত হয়?
ক)স্মৃতিশক্তি
খ)পৌষ্টিকতন্ত্র
গ)দৃষ্টিশক্তি
ঘ)স্পর্শেন্দ্রিয়
 (স্মৃতিশক্তি)

১০.ব্রিটিশ বণিকরা কোন দ্রব্যটির বাণিজ্য প্রথম শুরু করে?
ক)এলাচ
খ)রেশম
গ)নীল
ঘ)চর্বি
(নীল)

১১.কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়?
ক)১৬০৭
খ)১৬৬৪
গ)১৬০০
ঘ)১৪৯৮
(১৬৬৪)

১২.DNAএর আণবিক গঠন কে আবিষ্কার করেন?
ক)ওয়াটসন ও ক্রিক
খ)উইলকিন্স ও খুরানা
গ)স্লাইডেন ও সোয়ান
ঘ)ওয়াটসন ও পুলিং 
(ওয়াটসন ও ক্রিক )

১৩.তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
ক)আইনস্টাইন
খ)হেনরি বেকারেল
গ)রাদারফোর্ড
ঘ)ম্যাডাম কুরি 
(হেনরি বেকারেল )

১৪.নিচের কোনটি তে  ভিটামিন K  পাওয়া যায়?
ক)মাছ
খ)মাংস
গ)দুধ
ঘ)সবুজ  সবজি 
(সবুজ সব্জি)

১৫.কলিচুনের সঙ্গে ক্লোরিন মিশিয়ে কি তৈরী করা হয়?
ক)খাবার সোডা
খ)ওয়াসিং সোডা
গ)টক দই
ঘ)ব্লিচিং পাউডার 
(ব্লিচিং পাউডার)

১৬.জাহাঙ্গীর কত সালে ইংরেজদেড় কুঠি বানানোর অনুমতি দেন?
ক)১৬৬০
খ)১৬১১
গ)১৬১০
ঘ)১৬১৩
(১৬১৩)

১৭.সপ্তদশ শতকে কোন ইউরোপীয় বণিকরা ভারত ও জাভার মধ্যে বাণিজ্যে একাধিপত্য বিস্তার করেছিল?
ক)দিনেমার
খ)পর্তুগিজ
গ)ইংরেজ
ঘ)ফরাসি 
(দিনেমার)

১৮.সেরিকালচার বলতে কি চাষ  বোঝায়?
ক)রেশমকীট চাষ
খ)ফল চাষ
গ)ফুলচাষ
ঘ)উদ্যান সংক্রান্ত বিদ্যা।
(রেশমকীট চাষ)

১৯.ভারতের সংবিধান কবে ভারতবাসী কর্তৃক গৃহীত হয়েছিল?
ক)১৫ই  আগস্ট,১৯৪৭
খ)২৬সে নভেম্বর, ১৯৪৯
গ)২৬শে জানুয়ারি, ১৯৪৯
ঘ)২৬ জানুয়ারী , ১৯৫০।
(২৬শে নভেম্বর,১৯৪৯)

২০.পক প্রণালী কোন দুটি স্থলভাগকে আলাদা করেছে?
ক)লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ
খ)আন্দামান ও মায়ানমার
গ)ভারত ও শ্রীলংকা
ঘ)আন্দামান ও নিকোবর 
(ভারত ও শ্রীলংকা)

২১.মোহাম্মদ-বিন-তুগলক তাঁর  রাজধানী দিল্লি থেকে সরিয়ে কোথায় নিয়ে যান?
ক)আগ্রা
খ)ফিরোজাবাদ
গ)দেবগিরি
ঘ)অনন্তবিহার 
(দেবগিরি)

২২.কোন দেশ 'প্লেগ্রাউন্ড অফ ইওরোপ ' নাম পরিচিত?
ক)switzerland
খ)স্পেন
গ)ইতালি
ঘ)জার্মানি
(switzerland)

২৩.'If I Am Assassinated' বইটি কার লেখা?
ক)বেনজির আলী ভুট্টো 
খ)রিচার্ড বর্তন 
গ)রিচার্ড নিক্সন 
ঘ)আন্দুস হাক্সলি 
(বেনজির আলী ভুট্টো)

২৪.ঐতিহাসিক 'মেলুহা' বলতে কাদের বোঝানো হয?
ক)সুমেরীয়দের 
খ)সিন্ধু সভ্যতা 
গ)বৈদিক সভ্যতা  
ঘ)মেসোপটেমিয়া সভ্যতা 
(সিন্ধু সভ্যতা)

২৫.'মোহিনীঅট্টম' কোন রাজ্যের নৃত্যশৈলী?
ক)কর্ণাটক 
খ)অন্ধ্র প্রদেশ 
গ)তামিলনাড়ু 
ঘ)কেরালা 
(কেরালা)
                                                                                                                                                             AM

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...