Skip to main content

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-5||

১."দানসাগর "  গ্রন্থের রচয়িতা কে?
ক)বল্লাল সেন 
খ)লক্ষণ সেন 
গ)জয়দেব 
ঘ)শ্রীধরভট্ট 
(বল্লাল সেন)

২.শশাঙ্কের রাজধানী কি ছিল?
ক)পুরুষপুর 
খ)কনৌজ 
গ)মগধ 
ঘ)কর্ণসুবর্ণ 
(কর্ণসুবর্ণ)

৩.কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা  থেকে দিল্লী স্থানান্তরিত করেন?
ক)আকবর 
খ)শাহজাহান 
গ)হুমায়ুন 
ঘ)আওরঙ্গজেব 
(শাহাজাহান )

৪."আইহোল প্রশস্তি" কার রচনা?
ক)রবিকীর্তি 
খ)বাণভট্ট 
গ)বিশাখদত্ত 
ঘ)ভাস 
(রাবিকীর্তি)

৫.অয়েল অফ ভিট্রিওল কাকে বলা হয়?
ক)H2S
খ)HNO3
গ)H2SO4
ঘ)CO2
(H2SO4)

৬.পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
ক)অপরাজিত বর্মন 
খ)কীর্তিবর্মন 
গ)বিষ্ণুগোপ 
ঘ)সিংহাবিষ্ণু 
(অপরাজিত বর্মন )

৭. ভারতে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলো তে কে আইন প্রণয়ন করতে পারে?
ক)কেন্দ্রীয় সরকার 
খ)রাজ্য সরকার 
গ)রাষ্ট্রপতি 
ঘ)রাজ্য ও কেন্দ্র উভয়ই 
(রাজ্য ও কেন্দ্র )

৮.খানুয়ার যুদ্ধ কবে অনুষ্টিত হয়েছিল?
ক)১৫২৬
খ)১৫২৭
গ)১৫৫৬
ঘ)১৫৭৬
(১৫২৭)

৯.একটি শিশু কে কত বয়স পর্যন্ত শিক্ষা দেওয়া আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পরে?
ক)৬-১০
খ)৬-১৪
গ)৬-১৮
ঘ)৬-১৫
 (৬-১৪ বছর )

১০."মালবিকাগ্নিমিত্রম" এর রচয়িতা কে?
ক)কালিদাস 
খ)বাণভট্ট 
গ)ভবভূতি 
ঘ)বিশাখদত্ত 
(কালিদাস)

১১.পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি  মূলত কোথায় দেখা যায়?
ক)মালদা 
খ)দার্জিলিং 
গ)বাঁকুড়া 
ঘ)হাওড়া 
(দার্জিলিং )

১২.বিবি কে মুকবারা  কে নির্মাণ করেছিলেন?
ক)আকবর 
খ)ঔরঙ্গজেব 
গ)শেরশাহ 
ঘ)জাহাঙ্গীর 
(ঔরঙ্গজেব)

১৩.২০২৩ সালে রাগবি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক)ফ্রান্স 
খ)আয়ারল্যান্ড 
গ)জাপান 
ঘ)আমেরিকা 
(ফ্রান্স)

১৪."অষ্টাধয়ী "  কার রচনা?
ক)বিষ্ণুশর্মা 
খ)পানিনি 
গ)আর্যভট্ট 
ঘ)চরক 
(পানিনি)

১৫.কবি হরিসেন কোন রাজার সভাসদ ছিলেন?
ক)লক্ষণসেন 
খ)বল্লালসেন 
গ)চন্দ্রগুপ্ত 
ঘ)সমুদ্রগুপ্ত 
(সমুদ্রগুপ্ত)

১৬.একজন বাঙালি পন্ডিত নালন্দা বিস্ববিদ্যালয়ের প্রধান ছিলেন। তার নাম  কি?
ক)শ্রীজ্ঞান অতীশ 
খ)শীলভদ্র 
গ)নাগার্জুনা 
ঘ)শঙ্করাচার্য 
(শীলভদ্র)

১৭.বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়?
ক)১৮১৮
খ)১৮৫৮
গ)১৮৭২
ঘ)১৮৭৫
(১৮৭২)

১৮.উড এর ডেসপ্যাচ  প্রকাশিত  কত সালে?
ক)১৮৩৫
খ)১৮৫৪
গ)১৮৫৫
ঘ)১৮৫৬
(১৮৫৪)

১৯.হরিপ্রসাদ চৌরাসিয়া কোন যন্ত্র সংগীত শিল্পী ছিলেন?
ক)তবলা 
খ)বাঁশি 
গ)বেহালা 
ঘ)সানাই 
(বাঁশি)

২০."তত্ত্ববোধিনী" পত্রিকা প্রকাশ করেন?
ক)অক্ষয়কুমার দত্ত 
খ)রামচন্দ্র বিদ্যাবাগীশ 
গ)দেবেন্দ্রনাথ ঠাকুর 
ঘ)কেশবচন্দ্র সেন
(দেবেন্দ্রনাথ ঠাকুর)

২১."জ্ঞানানেসন " পত্রিকা প্রকাশ করেন-
ক)রাসিককৃষ্ণ মল্লিক 
খ)রাধানাথ শিকদার 
গ)প্যারীচাঁদ মিত্র 
ঘ)মধুসূদন দত্ত 
(রসিককৃষ্ণ মল্লিক)

২২."মেট্রোপলিটন ইনস্টিটিউশন " এর প্রতিষ্ঠাতা কে?
ক)রাধাকান্ত দেব 
খ)রাজা রামমোহন রায় 
গ)ডেভিড হেয়ার 
ঘ)ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর 
(ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর )

২৩.চুয়াড  বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন?
ক)কর্নওয়ালিস 
খ)ওয়েলেসলি 
গ)বেন্টিঙ্ক 
ঘ)ক্যানিং 
(ওয়েলেসলি)

২৪.ভেগাস হলো একটি -
ক)চেস্টিয় স্নায়ু 
খ)সংজ্ঞাবহ 
গ)মিশ্র স্নায়ু 
ঘ)নিউরো হরমোন 
(মিশ্র স্নায়ু)

২৫."মহারানীর ঘোষণাপত্র " অনুযায়ী ভারতীয় রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন?
ক)ডালহৌসি 
খ)ক্যানিং 
গ)বেন্টিঙ্ক 
ঘ)মাউন্টব্যাটেন 
(লর্ড ক্যানিং)

২৬.২০১৭ সালের  "মিস ওয়ার্ল্ড" খেতাব কে জিতেন?
ক)মানুষী চিল্লার 
খ)প্রিয়া প্রকাশ ভারিয়ার
গ)জাহ্নবী কাপুর 
ঘ)প্রিয়াঙ্কা চোপড়া 
(মানুষী চিল্লার )

২৭.ভারতমাতা চিত্র টি কে আঁকেন?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর 
খ)অবনীন্দ্রনাথ ঠাকুর 
গ)গনেশ পাইন 
ঘ)গগনেন্দ্রনাথ ঠাকুর 
(অবনীন্দ্রনাথ ঠাকুর)

২৮.মাংস উৎপাদন /টমেটো উৎপাদন কৃষিক্ষেত্রে কোন বিপ্লবকে নির্দেশ করে?
ক)নীল 
খ)হলুদ 
গ)লাল 
ঘ)সোনালী 
(লাল)

২৯.সংবিধান এর কতধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫তম ফিনান্স কমিশন গঠনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে?
ক)২৮১
খ)২৮২
গ)২৮০
ঘ)২৮৩
(২৮০ নং  ধারা )

৩০.দামোদর নদীর উৎপত্তির স্থান কোথায়?
ক)রাজমহল পাহাড় 
খ)ছোটনাগপুর মালভূমি  
গ)হিমালয়
ঘ)পূর্বাঘাট পর্বত।
(ছোটনাগপুর মালভূমি)

৩১."কালকাটা স্কুল বুক সোসাইটি " প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ব্যাক্তি ছিলেন-
ক)উইলিয়াম কেরি 
খ)রাধাকান্ত দেব 
গ)ডেভিড হেয়ার 
ঘ)রামমোহন রায় 
(ডেভিড হেয়ার)

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...