Skip to main content

রেল গ্রুপ ডি পরীক্ষা- ২০১৮।। বিগত বছর এর প্রশ্নাবলী।। পার্ট-১।।


১. ভারতীয় রেল এর জনক কাকে বলা হয়?

(লর্ড ডালহৌসি).

২.প্রথম মেট্রোরেল  চালু হয় কোথায়?

[কলকাতায় (১৯৮৪)]

৩.ভারতের বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম?

(গোরক্ষপুর)

৪.বংশগতির জনক  কাকে বলা হয়?

(গ্রেগর জোহান মেন্ডেল কে)

৫.খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত?

(মধ্যপ্রদেশ )

৬.১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর কোথায় চুক্তি সাক্ষর হয়?

(তাসখন্দ)

৭.স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?

(মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস)

৮.২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?

(উত্তর প্রদেশ)

৯.ভারতবর্ষের সবচেয়ে বেশি কয়লা কোথায়  সঞ্চিত আছে?

(দামোদর উপত্যকা অঞ্চলে)

১০.পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?

(৪ জন )

১১.পাকা পেঁপের লালচে হলুদ রং এর কারণ কি?

(ক্যারোটিন এর উপস্থিতির কারণে)

১২.সালোকসংশ্লেষে অক্সিজেন উৎস কি?

(জল)

১৩.ভ্যালী  ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্হিত?

(মার্কিন যুক্তরাষ্ট্র )

১৪.মার্স গ্যাসের মুখ্য  উপাদান কি?

(মিথেন )

১৫.ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?

(আকবর )

১৬.কে ডিনামাইট আবিষ্কার করেন?

(আলফ্রেড নোবল)

১৭.ক্স-রে  এর আবিষ্কারক  কে ছিলেন?

(রন্টজেন )

১৮.ভারতবর্ষের জরুরি অবস্থার ধারাটি নেওয়া হয়েছে কথা থেকে ?

(জার্মানি থেকে )

১৯.আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

(গুরুশিখর )

২০.কঠিন আয়োডিন  কি রং এর হয়?

(বেগুনি)

২১.গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

(৫ই  মার্চ, ১৯৩১)

২২.জাতীয় একতা দিবস কবে পালিত হয়?

(৩১ অক্টোবর)

২৩.ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন?\

(পিঙ্গালি ভেঙ্কাইয়া )

২৪."উইংস অফ ফায়ার"  গ্রন্থটির রচয়িতা কে?

(এপিজে আব্দুল কালাম)

২৫.ভারত ছাড়ো  আন্দোলন কত সালে শুরু হয়?

(১৯৪২ সালে)

২৬.২০১৯  সালের  বিশ্বকাপ কবে অনুষ্টিত হবে?

(ইংল্যান্ড ও ওয়েলস  এ )

২৭."ইয়ং ইন্ডিয়া" পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

(মহাত্মা গান্ধী)

২৮.UNO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(নিউ ইয়র্ক)

২৯.ভারত  কোন দেশের সঙ্গে বেশি সীমানা যুক্ত?

(বাংলাদেশ)

৩০.ভারতবর্ষের রাষ্ট্রপতি কে শপথবাক্য পাঠ করান কে?

(সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি)

৩১.ONGC এর সদর দফতর কোথায় অবস্থিত?

(উত্তরাখণ্ডে)

৩২.দাদাসাহেব ফালকে পুরস্কারটি প্রথম কে পান?

(দেবিকা রানী)

৩৩.LAN এর পুরো কথাটি  কি?

(লোকাল এরিয়া নেটওয়ার্ক)

৩৪.বিহার এর দুঃখ কাকে বলা  হয়?

(কোশি নদী কে)

৩৫.ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী হয় তার নাম কি?

(বলবন্ত রাই মেহতা কমিটি ,১৯৫৭)










Comments

Post a Comment

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...