১. ভারতীয় রেল এর জনক কাকে বলা হয়?
(লর্ড ডালহৌসি).
২.প্রথম মেট্রোরেল চালু হয় কোথায়?
[কলকাতায় (১৯৮৪)]
৩.ভারতের বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম?
(গোরক্ষপুর)
৪.বংশগতির জনক কাকে বলা হয়?
(গ্রেগর জোহান মেন্ডেল কে)
৫.খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত?
(মধ্যপ্রদেশ )
৬.১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর কোথায় চুক্তি সাক্ষর হয়?
(তাসখন্দ)
৭.স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?
(মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস)
৮.২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?
(উত্তর প্রদেশ)
৯.ভারতবর্ষের সবচেয়ে বেশি কয়লা কোথায় সঞ্চিত আছে?
(দামোদর উপত্যকা অঞ্চলে)
১০.পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?
(৪ জন )
১১.পাকা পেঁপের লালচে হলুদ রং এর কারণ কি?
(ক্যারোটিন এর উপস্থিতির কারণে)
১২.সালোকসংশ্লেষে অক্সিজেন উৎস কি?
(জল)
১৩.ভ্যালী ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্হিত?
(মার্কিন যুক্তরাষ্ট্র )
১৪.মার্স গ্যাসের মুখ্য উপাদান কি?
(মিথেন )
১৫.ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?
(আকবর )
১৬.কে ডিনামাইট আবিষ্কার করেন?
(আলফ্রেড নোবল)
১৭.ক্স-রে এর আবিষ্কারক কে ছিলেন?
(রন্টজেন )
১৮.ভারতবর্ষের জরুরি অবস্থার ধারাটি নেওয়া হয়েছে কথা থেকে ?
(জার্মানি থেকে )
১৯.আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(গুরুশিখর )
২০.কঠিন আয়োডিন কি রং এর হয়?
(বেগুনি)
২১.গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
(৫ই মার্চ, ১৯৩১)
২২.জাতীয় একতা দিবস কবে পালিত হয়?
(৩১ অক্টোবর)
২৩.ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন?\
(পিঙ্গালি ভেঙ্কাইয়া )
২৪."উইংস অফ ফায়ার" গ্রন্থটির রচয়িতা কে?
(এপিজে আব্দুল কালাম)
২৫.ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়?
(১৯৪২ সালে)
২৬.২০১৯ সালের বিশ্বকাপ কবে অনুষ্টিত হবে?
(ইংল্যান্ড ও ওয়েলস এ )
২৭."ইয়ং ইন্ডিয়া" পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
(মহাত্মা গান্ধী)
২৮.UNO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(নিউ ইয়র্ক)
২৯.ভারত কোন দেশের সঙ্গে বেশি সীমানা যুক্ত?
(বাংলাদেশ)
৩০.ভারতবর্ষের রাষ্ট্রপতি কে শপথবাক্য পাঠ করান কে?
(সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি)
৩১.ONGC এর সদর দফতর কোথায় অবস্থিত?
(উত্তরাখণ্ডে)
৩২.দাদাসাহেব ফালকে পুরস্কারটি প্রথম কে পান?
(দেবিকা রানী)
৩৩.LAN এর পুরো কথাটি কি?
(লোকাল এরিয়া নেটওয়ার্ক)
৩৪.বিহার এর দুঃখ কাকে বলা হয়?
(কোশি নদী কে)
৩৫.ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী হয় তার নাম কি?
(বলবন্ত রাই মেহতা কমিটি ,১৯৫৭)
Rabiul
ReplyDelete