Skip to main content

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-3

১. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ?
ক. লোহা
খ. তামা
গ. সোনা
ঘ. ব্রোঞ্জ
 (লোহা)
২. নিচের কোনটিকে  মার্স গ্যাস বলা হয় ?
ক. CH4
খ. CH6
গ. C2H2
ঘ. None of the above 
(CH4)
৩.হীরক রাসায়নিকভাবে –
ক. খাঁটি সোনা
খ.  কয়লা
গ. খাঁটি কার্বন
.  ক্যালসিয়াম কার্বনেট
(খাঁটি কার্বন)
৪.রক্ততঞ্চনের জন্য কোন প্রোটিন দায়ী?
ক. গ্লোবিউলিন
খ. ফাইব্রোন
গ. ফাইব্রিনোজেন
ঘ. এদের কোনটিই নয়
(ফাইব্রিনোজেন)
৫. প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয়?
ক. ক্লোরিন
খ. সালফার
গ. কার্বন
ঘ. নাইট্রোজেন
(সালফার)
৬.নিচের কোন স্থানে সূর্য কখনোই লম্বভাবে পতিত হয় না?
ক. শ্রীনগর
খ. মুম্বাই
গ. মাদ্রাজ
ঘ. ত্রিবান্দ্রম
(শ্রীনগর)
৭. নিচের কোন রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা দ্বিখন্ডিত হয় নি?
ক. উড়িষ্যা
খ. রাজস্থান
গ. মধ্যপ্রদেশ
ঘ. ছত্তিশগড়
(উড়িষ্যা)
৮. নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে?
ক. গোদাবরী
খ. কাবেরী
গ. নর্মদা
ঘ. কৃষ্ণা
(নর্মদা)
৯. বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে?
ক. উত্তরপ্রদেশ
খ. আসাম
গ. রাজস্থান
ঘ.গুজরাট
(গুজরাট)
১০.রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. ১৯১৩ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৯২১ সালে
(১৯১৩ সালে) (গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য)
১১.মুদ্রারাক্ষস এর লেখক কে?
ক. শুদ্রক
খ. বিশাখ দত্ত
গ. কালিদাস
ঘ. বাণভট্ট
(বিশাখ দত্ত)
১২.গীতগোবিন্দ এর লেখক কে?
ক. জয়দেব
খ. তুলসী দাস
গ. রাজশেখর
ঘ. ভবভূতি
(জয়দেব)
১৩.হিন্দুস্তান এন্টিবায়োটিক প্লান্ট কোথায় অবস্থিত?
ক. বেঙ্গালুরু
খ. ঋষিকেশ
গ. পুনে
ঘ. দিল্লী
(ঋষিকেশ) 
১৪. রেডিও কার্বন যার বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়?
ক. জীবাশ্ম
খ. শিলা
গ. পৃথিবী
ঘ. পাথর
 (জীবাশ্ম র)
১৫. কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল “বিক্রমাদিত্য”?
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. সমুদ্রগুপ্ত
ঘ. স্কন্দগুপ্ত
( দ্বিতীয় চন্দ্রগুপ্ত)
১৬.হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন?
ক. গুপ্ত
খ. মৌখরী
গ. পুষ্যভূতি
ঘ. ঔধ্যেয়
(পুষ্যভূতি রাজবংশে)
১৭.সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন?
ক. জয়সিংহ
খ. জয়চন্দ্র
গ. দাহির
ঘ. ভীম
ত্দাহির  (৭১২)
১৮.কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মুহাম্মদ ঘোরীকে পরাজিত করেছিলেন?
ক. পৃথ্বীরাজ চৌহান
খ. দ্বিতীয় ভীম
গ. জয়চন্দ্র
ঘ. আনন্দপালা
(পৃথ্বীরাজ চৌহান)
১৯. মোহাম্মদ ঘোরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন?
ক. বখতিয়ার খলজি
খ. কুতুবুদ্দিন আইবক
গ. মুবারক খলজি
ঘ. মির্জা হেকিম
(বখতিয়ার খলজি)
২০.লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
ক. সিকান্দার লোদী
খ. বহলুল লোদী
গ. ইব্রাহিম লোদী
ঘ. দৌলত খান লোদী
(বহলুল লোদী)
২১. RAM শব্দটির অর্থ কি?
ক. Random Access Memory
খ. Random Awerness Memory
গ. Random All Memory
ঘ. None of the above
 (Random Access Memory)
২২. পার্লামেন্টের যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. উপরাষ্ট্রপতি
(রাষ্ট্রপতি )
২৩.সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর ?
ক. 22
খ. 21
গ. 25
ঘ. 18
(25 বছর)
২৪.যার সময়ে রাওলাট আইন পাশ হয়েছিল –
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেম্সফোর্ড
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড ওয়েলিংটন
 চেম্সফোর্ড (১৯১৯)
২৫.ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে ?
ক. ম্যাকমোহন
খ. Radcliffe
গ. স্টাফোর্ড ক্রিফস
ঘ. লোক
 (Radcliffe )
২৬. বাণভট্ট কার সভাকবি ছিলেন?
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. কনিষ্ক
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন

( হর্ষবর্ধন এর) 

২৭.পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
ক. ১৫৫৬
খ. ১৫২৬
গ. ১৫৭৬
ঘ. ১৭৬১
 (১৫৫৬ সালে)
২৮.আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. মোহাম্মদ ইকবাল
খ. আবুল কালাম আজাদ
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. স্যার সৈয়দ আহমেদ খান
(স্যার সৈয়দ আহমেদ খান)
২৯. কোন ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়?
ক. আল্ফ়া  
খ. হ্যালির ধূমকেতু
গ. ডোনাটির
ঘ. হোমসের
 (হ্যালির ধূমকেতু)
৩০. বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে?
ক. নাইট্রোজেন
খ. কার্বন দেয় অক্সাইড
গ. ওজন গ্যাস
ঘ. হিলিয়াম গ্যাস

(ওজন গ্যাস)

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...