১. নিচের কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে?
A. লিথিয়াম
B. এন্টিমনি
C. পারদ
D. ব্রোমিন
(ব্রোমিন)
২. পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়?
A. গ্রাফাইট
B. সীসা
C. সিলিকন
D. চারকোল
(গ্রাফাইট)
৩.কোন হিন্দি সাহিত্যিক 27তম ব্যাস সম্মান পেয়েছেন???
1. জ্ঞান চতুর্বেদী
2. দিব্য প্রকাশ দুবে
3.মমতা কালিয়া
4. মৃদুলা গরগ
৪.নিচের কোনটি অ্যালুমিনিয়াম এর খনিজ হলেও আকরিক নয়?
1.গিবসাইট
2.ফেলসপার
3.ডায়াসপোর
4.ক্রায়োলাইট
(ক্রায়োলাইট)
৫. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?
A. কার্বন ডাই অক্সাইড
B. মিথেন
C. নাইট্রাস অক্সাইড
D. হাইড্রোজেন
(হাইড্রোজেন)
৬.প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি?
A. কলম্বিয়া
B. ভাস্কর
C. আর্যভট্ট
D. রোহিনী
(আর্যভট্ট )
৭.
D.D.T কে আবিষ্কার করেছিলেন?
A. মোসলে
B. রূডল্ফ
C. কার্ল বেঞ্জ
D. ডাল্টন
(মোসলে)
৮.কোন যুদ্ধে রানি লক্ষিবাই মারা জান:
1) ঝাসি
2)কল্পি
3) গোয়ালিয়র
4) কানপুর
(
গোয়ালিয়র)
৯.ভারতের বৃহত্তম সমুদ্রবন্দরের নাম কি?
A. কলকাতাB. কোচিনC. চেন্নাইD. মুম্বাই
(মুম্বাই)
১০.নিচের কোন রাজ্যে সরাবতী প্রকল্প অবস্থিত?
A. ওড়িশাB. কেরালাC. অন্ধ্রপ্রদেশD. কর্ণাটক
(কর্ণাটক)
১১.বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
A. ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে
B. ইংরেজ এবং পর্তুগিজদের মধ্যে
C. ইংরেজ এবং নবাব সিরাজ উদ দৌলার মধ্যে
D. ইংরেজ এবং মোঘলদের মধ্যে
(ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে)
১২.
ইংরেজরা ভারতে প্রথম কোথায় ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন?
A.বোম্বাইB.কলকাতাC.চন্দন নগরD.সুরাট
(সুরাট )
১৩.
পরাধীন ভারতে কোন বছর ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয়?
A.1925B.1930C.1932D.1926
(1930)
১৪.
কার আমলে ইংরেজরা বাংলায় স্থায়ী রাজস্ব আদায় করা শুরু করেন?
A. লর্ড ক্লাইভB. লর্ড হেস্টিংC. লর্ড কর্নওয়ালিসD. লর্ড ওয়েলেসলি
(লর্ড কর্নওয়ালিস)
১৫.
ভারতে প্রথম সংবাদপত্র কে চালু করেন?
A. রাজা র্যাম মোহন রায়B. বাল গঙ্গাধর তিলকC. J.A HickyD. লর্ড ডালহৌসি
( J.A Hicky )
১৬.
নিম্নলিখিত কে “Desert Fox” নাম পরিচিত?
A. লর্ড ডালহৌসিB. লর্ড বেন্টিংC. জেনারেল রোমেলD. জেনারেল আর্থার
(জেনারেল রোমেল)
১৭.
ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে?
A. লর্ড ডালহৌসিB. লর্ড ক্যানিংC. লর্ড ওয়ারেন হেস্টিংসD. লর্ড কর্নওয়ালিস
(লর্ড ক্যানিং)
১৮.
নেতাজি সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি ছিলেন?
A. হরিপুরাB. লক্ষ্নৌC. বিজয়দাD. কলকাতা
(হরিপুরা) (১৯৩৮ )
১৯. গ্র্যান্ড ওল্ডম্যান নামে কে পরিচিত ছিলেন?
A. বাল গঙ্গাধর তিলকB. সর্দার বলব ভাই পটেলC. লালা লাজপত রায়D. দাদাভাই নৌরজি
(দাদাভাই নৌরজি)
২০.বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ?
ক.ব্যারোমিটারখ. থার্মোমিটারগ. এনিমোমিটারঘ. হাইগ্রোমিটার
(এনিমোমিটার)
২১. সবচেয়ে গরম গ্রহের নাম কি?
ক. বুধখ. বৃহস্পতিগ. শুক্রঘ. মঙ্গল
(শুক্র )
২২. সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
ক. সিরিয়াসখ. প্রক্সিমা সেনটাওরী গ. গ্যানিমিডি ঘ. ডেইমস
(প্রক্সিমা সেনটাওরী)
২৩. ICS পরীক্ষায় প্রথম কোন ভারতীয় পাশ করেন?
ক।আশুতোষ মুখোপাধ্যায়খ। সুভাষ সরকারগ। সুভাষ চন্দ্র বোসঘ। সত্যেন্দ্রনাথ ঠাকুর
(সত্যেন্দ্রনাথ ঠাকুর)
২৪. ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
(ক) স্যার উইলিয়াম জোন্স
(খ) জোনাথন ডানকান ফ্লেচার
(গ) আলেকজান্ডার ডাফ
(ঘ) ডেভিড হেয়ার
স্যার উইলিয়াম জোন্স (১৭৮৪ )
২৫. ভারতের “পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা”- কাকে বলা হয়-
(ক) ১৭৭৩ এর আইন কে(খ) গ্যারান্টি প্রথাকে(গ) ১৮৩৩ এর সনদ আইনকে(ঘ) উডের ডেচপ্যাচকে
উডের ডেচপ্যাচকে (১৮৫৪)
1) ঝাসি 2)কল্পি 3) গোয়া
লিয়র 4) কানপুরকোন যুদ্ধে রানি লক্ষিবাই
Comments
Post a Comment