Skip to main content

সাধারণ জ্ঞান -১।। WB CONSTABLE/SI|| দেশ ও রাজধানী সমূহ।।

       
             
                     ⧪ দেশ ও তার রাজধানী সমূহ


     দেশ                                                                       রাজধানী 
১. অস্ট্রিয়া। ..........................................................ভিয়েনা। 
২.অস্ট্রেলিয়া। ...................................................... ক্যানবেরা।
৩.এ্যাঙ্গোলা। .........................................................লুয়ান্ডা।
৪. আজারবাইজান। .............................................. বাকু।
৫.আফগানিস্তান  ..................................................কাবুল। 
৬.আমেরিকা। .......................................................ওয়াসিংটন ডিসি।
৭.আয়ারল্যান্ড। .....................................................ডাবলিন। 
৮.আর্জেন্টিনা।......................................................বুনাস আয়ার্স। 
৯.আলজেরিয়া। ....................................................আলজিয়ার্স।
১০.আলবেনিয়া।.....................................................তিরানা।
১১.ইউক্রেন।...........................................................কিয়েভ।
১২.ইকুয়েডর। .........................................................কুইটো।
১৩.ইস্রায়েল। ...........................................................জেরুজালেম।
১৪.ইতালি। ...............................................................রোম। 
১৫.ইথিওপিয়া। .........................................................আদিস  আবাবা।
১৬.ইন্দোনেশিয়া।.......................................................জাকার্তা।
১৭.ইয়েমেন। ..............................................................সানা।
১৮.ইরাক।....................................................................বাগদাদ।
১৯.ইরান।.....................................................................তেহরান।
২০.উজবেকিস্তান। ......................................................তাসখন্দ।
২০.ক্রোয়েশিয়া। ..........................................................জাগ্রেব। 
২১.গুয়াটেমালা।........................................................... গুয়াতেমালা সিটি। 
২২.গ্যাবন। ....................................................................লিব্রেভিলে।
২৩.গ্রিস।....................................................................... এথেন্স।
২৪.জ্যামাইকা।..............................................................কিংস্টোন। 
২৫.জাম্বিয়া।..................................................................লুসাকা।
২৬.জার্মানি। ................................................................বার্লিন।
২৭.জিম্বাবয়ে। ...............................................................হারারে।
২৮.ডেনমার্ক।................................................................কোপেনহেগেন।
২৯.তাইওয়ান।................................................................তাইপেই। 
৩০.তুরস্ক।.......................................................................আঙ্কারা।
৩১.ত্রিনিদাদ এবং টোবাগো। ..........................................পোর্ট অফ স্পেন।
৩২.থাইল্যান্ড।.................................................................ব্যাংকক।
৩৩.দক্ষিণ আফ্রিকা।.......................................................প্রিটোরিয়া/কেপটাউন/ব্লুসফন্তেন। 
৩৪.দক্ষিণ কোরিয়া। ........................................................সিওল।
৩৫.উত্তর কোরিয়া।..........................................................পিয়ংইয়ং।
৩৬.দক্ষিণ সুদান প্রজাতন্ত্র। ............................................জুবা।
৩৭.নরওয়ে।......................................................................অসলো।
৩৮.নাইজেরিয়া।...............................................................আবুজা।
৩৯.নামিবিয়া।....................................................................উইন্ডহোক।
৪০.নিউজিল্যান্ড।..............................................................ওয়েলিংটন।
৪১.নেদারল্যান্ড।................................................................আমস্টারডাম।
৪২.নেপাল।........................................................................কাঠমাণ্ড।
৪৩.পাকিস্তান।...................................................................ইসলামাবাদ।
৪৪.পর্তুগাল।.......................................................................লিসবন।
৪৫.পেরু।...........................................................................লিমা।
৪৬.পোল্যান্ড।....................................................................ওয়ারস।
৪৭.প্যারাগুয়ে। .................................................................ওসানসিওন।
৪৮-ফিজি  .........................................................................সুভা।
৪৯.ফিনল্যাণ্ড।...................................................................হেলসিঙ্কি।
৫০.ফিলিপিন্স।...................................................................ম্যানিলা। 
৫১.ফ্রান্স।............................................................................প্যারিস।
৫২.বাংলাদেশ। ..................................................................ঢাকা।
৫৩.বাহারিন।......................................................................মানামা।
৫৪.বুরুন্ডি।..........................................................................বুজুমবুরা। 
৫৫.বুলগেরিয়া।...................................................................সোফিয়া।
৫৬.বেলজিয়াম।..................................................................ব্রাসেলস।
৫৭.বেলারুশ।.......................................................................মিন্সক।
৫৮.ভুটান। ...........................................................................থিম্পু।
৫৯.ভারত।............................................................................নতুন দিল্লী।
৬০.মায়ানমার।.....................................................................নেপিদও।



                                                                  ধন্যবাদ

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...