Skip to main content

500 BEST CURRENT AFFAIRS FOR SI/CONSTABLE-2018|| PART-7||

২৪১.কেন্দ্রীয় সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাপ্রদান করে জন্য কোন প্রকল্প টি চালানো হয়েছে?
--সমগ্র শিক্ষা।

২৪২.কোন রাজ্য বর্জ্য জলের পুনর্ব্যবহার করতে চলেছে?
--গুজরাট।

২৪৩.বৈদ্যুতিক পেমেন্ট এ স্বচ্ছতা আনতে কোন আপ চালু করেছে কেন্দ্রীয় সরকার?
--PRAAPTI আপ

২৪৪.কেন্দ্রীয় সরকার JANAUSHADHI SUBIDHA  নামে বায়ো-ডিগ্রেডএবল স্যানিটারি ন্যাপকিন্ চালু  করলো।

২৪৫.ভারত-আসিয়ান  চলচ্চিত্র উৎসব -২০১৮
--নতুন দিল্লি

২৪৬.১ম গ্লোবাল উইন্ড সামিট -২০১৮
--হামবুর্গ, জার্মানি।

২৪৭.BRICS এর বিদেশমন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
--জোহানেসবার্গ

২৪৮.৪৪তম G-৭ সামিট -২০১৮
--কিউবেক , কানাডা

২৪৯.কোথায় ১৮তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেসন এর মিটিং হলো?
--কুয়াংদাও, চীন

২৫০.ইনফরমেশন এন্ড কমুনিকেশন টেকনোলজি  এর উপর আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
--কাঠমান্ডু (নেপাল)

২৫১.১১তম  বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্টিত হবে?
--পোর্ট লুইসে

২৫২.১০৬তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো?
--জলন্ধর,পাঞ্জাব।

২৫৩.IMD এর কম্পিটিটিভ রাঙ্কিংয়ে ভারতের স্থান কত?
--৪৪তম

২৫৪.গ্লোবাল পিস্ ইনডেক্সে-২০১৮ ভারতের স্থান কততম?
--১৩৬তম

২৫৫.গ্লোবাল এনভায়রনমেন্ট পারফারমেন্স ইনডেক্স-২০১৮
--ভারত ১৭৭

২৫৬.বিশ্ব পরিবেশ দিবস---৫ই জুন.

২৫৭.বিশ্ব মহাসাগর দিবস ---৮ই জুন.

২৫৮.আন্তর্জাতিক যোগ দিবস-২১শে জুন.

২৫৯.ভারত ও নেপালের যৌথ সামরিক মহড়ার নাম কি?
--সূর্যকিরণ-XIII  (উত্তরাখণ্ডে )

২৬০.২২তম মালাবার মহড়া কাদের মধ্যে আয়োজিত হলো?
--ভারত, আমেরিকা ও জাপান।

২৬১.প্রথম BIMSTEC সামরিক মহড়া কোথায় আয়োজিত হলো?
--ভারত

২৬২.STRAIGHT TALK গ্রন্থটি কার লেখা ?
--অভিষেক মানু সিংভি

২৬৩.নিউক্যাসল  ইউনিভার্সিটি এর বিজ্ঞানীরা প্রথম ৩D প্রিন্টেড মানব কর্নিয়া তৈরী করলেন।

২৬৪.কোন আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের মধ্যে সর্বপ্রথম সৌরচালিত বিমানবন্দরএর স্বীকৃতি পেলো?
--কোচিন বিমানবন্দর।

২৬৫.কোথায় কেন্দ্রীয় সরকার ভারতের প্রথম পুলিশ মিউজিয়াম চালু করতে চলেছে?
--নতুন দিল্লী

২৬৬.প্রথম NATO তে ল্যাটিন আমেরিকার দেশ হিসেবে কে যোগ দেবে?
--কলম্বিয়া

২৬৭.ত্রিপুরার রাজ্যফল কোনটি?
--কুইন আনারস।

২৬৮.২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে
--আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

২৬৯.DRDO এর চেয়ারম্যান কে?
--সঞ্জয় মিত্র

২৭০.CBDT এর চেয়ারম্যান কে?
--সুশীল চন্দ্র

২৭১.বন্ধন ব্যাংকের চেয়ারম্যান কে?
--হারুন রশিদ খান.

২৭২.সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন এর চেয়ারম্যান কে?
--শরদ কুমার।

২৭৩.UPSC এর চেয়ারম্যান কে?
--অরবিন্দ সাক্সেনা

২৭৪. মিশরের রাষ্ট্রপতির নাম কি?
--আব্দুল ফাতেহা আল-সিসি।

২৭৫.থমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হলো?
--চীন

২৭৬.মহিলাদের এশিয়া কাপ-২০১৮ এ কে জিতলো?
--বাংলাদেশ (ভারত কে হারিয়ে)

২৭৭.মহিলাদের ওয়ান ডে ক্রিকেট ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড কার?
--নিউজিল্যান্ডের আমিলিয়া কের

২৭৮.ফরাসি ওপেন টুর্নামেন্ট -২০১৮
--পুরুষ-রাফায়েল নাদাল(ডমিনিক থেইম কে হারিয়ে)
--মহিলা-সাইমনা হ্যালেপ(রোমানিয়া)(স্নোয়ানি স্টিফেন্স কে হারিয়ে)

২৭৯.WHO কাকে বিশ্বের প্রথম ট্রাকোমা মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে?
--নেপাল।

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-10||

১.'ব্ল্যাক প্যাগোডা ' কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)সিকিম গ)অরুণাচল প্রদেশ ঘ)মহারাষ্ট্র (ওডিশা) ২. সিন্ধু সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ  দেবতা কে ছিলেন? ক)ইন্দ্র খ)মাতৃকাদেবি গ)বিষ্ণু ঘ)পশুপতি শিব (পশুপতি শিব) ৩.ফাইলেরিয়া কি ঘটিত রোগ? ক)ছত্রাক খ)কৃমি গ)আদ্যপ্রাণী ঘ)ব্যাকটেরিয়া (কৃমি) ৪.'মেঘদুতম' কার রচনা? ক)দন্ডি খ)কালিদাস গ)বিশাখদত্ত ঘ)জয়দেব (কালিদাস) ৫.গান্ধীজির রাজনৈতিক গুরুদেব কে ছিলেন? ক)তলস্তয় খ)তিলক গ)গোপাল কৃষ্ণ গোখলে ঘ)রানাডে (গোপালকৃষ্ণ গোখলে) ৬. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)পা খ)হাত গ)ত্বক ঘ)মস্তিস্ক (ত্বক) ৭.হিউমেরাস মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)খুলি খ)মুখমন্ডল গ)হাত ঘ)পা (হাত) ৮.নিচের কোন রোগ টি ভাইরাস  ঘটিত? ক)ফিতাকৃমি খ)কলেরা গ)টিবি ঘ)গুটিবসন্ত (গুটিবসন্ত) ৯.আমনেশিয়া রোগে শরীরের কোন অংশটি আক্রান্ত হয়? ক)স্মৃতিশক্তি খ)পৌষ্টিকতন্ত্র গ)দৃষ্টিশক্তি ঘ)স্পর্শেন্দ্রিয়  (স্মৃতিশক্তি) ১০.ব্রিটিশ বণিকরা কোন দ্রব্যটির বাণিজ্য প্রথম শুরু করে? ক)এলাচ খ)রেশম গ)নীল ঘ)চর্বি (নীল) ১১.কত সালে ফর...