Skip to main content

500 BEST CURRENT AFFAIRS FOR SI/CONSTABLE-2018|| PART-5||

১৩৫.সমস্ত দরিদ্র পরিবারের (বার্ষিক আয় ১.৫ লক্ষের কম) মেয়েদের বিবাহের সময় এককালীন ২৫০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার . সেই স্কিম এর নাম কি?
--রূপশ্রী প্রকল্প।

১৩৬.পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রামসর সাইটএর স্বীকৃতি পেতে চলেছে ?
 --সুন্দরবন।

১৩৭.কয়লার গুণগত মান পরীক্ষার জন্য  কেন্দ্রীয় সরকার কোন আপ চালু করলো?
--'UTTAM' APP

১৩৮.কোন সরকার গঙ্গার পাড়ক্ষয় রোধের জন্য 'গঙ্গা হরীতিমা যোজনা' চালু করলো?
--উত্তর প্রদেশ সরকার

১৩৯.FASSI স্কুলের ছাত্রছাত্রী দের ভিটামিন-ডি  সম্পর্কে উৎসাহ প্রদান করতে কি প্রজেক্ট চালু করলো?
--প্রজেক্ট ধুপ।

১৪০.কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারত ভ্রমণের জন্য বিদেশী পর্যটকদের ভিসার সুযোগ আরো বাড়াতে কি প্রজেক্ট চালু করলো?
--e-FRRO PROJECT.

১৪১.কেন্দ্রীয় সরকার বিভিন্ন সমাজ কল্যাণকর প্রকল্প যথাযথভাবে নির্বাচিত গ্রামগুলিতে পৌঁছে দিতে কি প্রজেক্ট চালু করলো?
--'গ্রাম স্বরাজ যোজন

১৪২.SARAS আজীবিকা মেলা-২০১৮ কোথায় আয়োজিত হলো?
--নতুন দিল্লি

১৪৩.কোথায় গ্লোবাল লজিস্টিকস সামিট-২০১৮ অনুষ্ঠিত হলো?
--নতুন দিল্লি

১৪৪.NAM (Non Aligned Movement) মন্ত্রীবর্গের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
--বাকু (আজারবাইজান)

১৪৫.আন্তর্জাতিক শক্তি ফোরাম এর মন্ত্রীবর্গের ১৬তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
--নতুন দিল্লি

১৪৬.'ওয়াটার, এনভিওরনমেন্ট  এন্ড ক্লাইমেট চেঞ্জ ' এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
--কাঠমান্ডু

১৪৭.২৯তম  আরব লীগ সামিট-২০১৮ কোথায় অনুষ্ঠিত হলো?
-- দাহরণ (সৌদি আরব)

১৪৮.ইন্ডিয়া মোবাইল কংগ্রেস -২০১৮ কোথায় আয়োজিত হলো?
--নতুন দিল্লি।

১৫০.গ্লোবাল স্টার্ট-আপ  ইকোসিস্টেম রিপোর্ট-২০১৮ এ ভারতের স্থান কততম?
--৩৭তম (আমেরিকা-১ম)

১৫১.ইকোনমিক ফ্রিডম ইনডেক্স-২০১৮ ভারতের স্থান কততম?
--১৩০(হং-কং  ১ম)

১৫২.বিশ্বে বিদ্যুৎ উৎপাদনে ভারতের  স্থান কোথায়?
--৩য় (চীন-১ম)

১৫৩.অশোধিত স্টিল উৎপাদনে ভারতের স্থান কোথায়?
--২য়

১৫৪.২০১৭ সালের ব্যস্ততম এয়ারপোর্ট কোনটি(যাত্রীসংখ্যার বিচারের)?
--হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা বিমানবন্দর।

১৫৫কমনওয়েলথ ইনভেশন ইনডেক্স এ ভারতের স্থান কত?
--১০ম.

১৫৬.'Foil-Eagle Drill' কোন দেশের যৌথ সামরিক মহড়া?
--আমেরিকা ও দক্ষিণ কোরিয়া

১৫৭.ভারত ও দক্ষিণ কোরিয়া এর উপকূল রক্ষীবাহিনীর মহড়ার নাম কি?
--EX SAHYOG-HYEOBLYEOG-2018(চেন্নাই উপকূলে)

১৫৮.পরমবীর পার্বনে গ্রন্থটির লেখক কে?
--ডঃ প্রভাকইরান জৈন.

১৫৯.'ইন্ডীয়াজ হেরিটেজ অফ ঘরানা মিউজিক:পান্ডিত্স অফ গোয়ালিয়র ' এর লেখক কে?
--মিতা পন্ডিত

১৬০.আন্তর্জাতিক বন দিবস --২১শে মার্চ।

১৬১.বিশ্ব জল দিবস --২২শে মার্চ

১৬২.বিশ্ব আবহাওয়া দিবস--২৩শে মার্চ

১৬৩.বিশ্ব যক্ষা দিবস--২৪শে মার্চ

১৬৪. ন্যাশনাল মেরিটাইম ডে --৫ই  এপ্রিল

১৬৫.বিশ্ব সাস্থ দিবস --৭ই এপ্রিল।

১৬৬.BEIDOU-৩ নেভিগেশন স্যাটেলাইট কোন দেশের?
--চীন

১৬৭.মানবদেহের ৮০তম অঙ্গের নাম কি?
--ইন্টারস্টিশিয়াম

১৬৮.মঙ্গল গ্রহে বিষয়ে জানতে 'INSIGHT' মিশণ কে চালু করলো?
--NASA

১৬৯.সম্প্রতি চীনের যে স্পেস স্টেশনটি ভেঙে পড়লো তার নাম কি?
--তিয়াংগং-১

১৭০. বাবর ক্রুজ মিসাইল কোন দেশের অস্ত্র?
--পাকিস্থান।

১৭১.কোন সংস্থা পুনর্বাবহারযোগ্য রকেট উৎক্ষেপণ করলো?
--SPACEX (ফ্যালকন-৯)

১৭২.কোথায় বিশ্বের দীর্ঘতম বালিপাথরের গুহা আবিষ্কার হলো ?
--মেঘালয়ের মৌসিনরাম জেলায়।(নাম-ক্রিমপুরী)

১৭৩.ভারতের প্রথম কীট-পতঙ্গ মিউজিয়াম কোথায় খুলেছে?
--তামিলনাড়ু।

১৭৪. কোথায় বিশ্বের বৃহত্তম সোলার পার্ক কোথায় গড়ে উঠেছে?
--গুজরাট

১৭৫.বিশ্বের প্রথম ইলেকট্রিক বাস লাইন কোথায় চালু হলো?
--প্যারিস।

১৭৬.৪৯তম  দাদাসাহেব ফালকে ২০১৮ কে পান?
--বিনোদ খান্না।

১৭৭.কোন চলচ্চিত্র  ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো?
--ভিলেজ রকস্টার্স

১৭৮.কে ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেলো?
--মোহাম্মাদ আবু জাইদ।

১৭৯.কে ইউনেস্কোর এক্সজিকিউটিভ বোর্ডের  ভারতীয় সদস্য নিযুক্ত হলেন?
--জে. এস. রাজপূত

১৮০.NASSCOM এর প্রেসিডেন্ট কে হলেন?
--দেবযানী ঘোষ.

১৮১.NASSCOM এর চেয়ারম্যান কে হলেন?
--রিশাদ প্রেমজি

১৮২.৭২তম সন্তোষ ট্রফি তে কে চ্যাম্পিয়ন হলেন?
--কেরল।

১৮৩.২০১৮ সালের ডেভিস কাপ জিতে লিয়েন্ডার পেজ মোট কতবার ডেভিস কাপ জিতলেন?
--৪৩বার.

১৮৪.কমনওয়েলথ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
--কুইন্সল্যান্ড,অস্ট্রেলিয়া।

১৮৫.ভারতের পদকসংখ্যা কত?
--মোট ৬৬টি (সোনা-২৬,রুপো -২০, ব্রোঞ্জ -২০)

১৮৬.পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?
--বাকিংহাম, ইংল্যান্ড।

১৮৭. মধ্যপ্রদেশের কোন প্রজাতির মুরগি  জিওগ্রাফিকাল ইন্ডিকেশন  তকমা লাভ করলো?
--কাদাকান্ত চিকেন

১৮৮.ভারতীয় কোন ব্যাঙ্ক সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট 'KEYA' চালু করলো?
--KOTAK MAHINDRA BANK .

১৮৯.নেপালের কাঠমান্ডু তে অনুষ্ঠিত ৮ম সাউথ এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপএ কোন দেশ পদক তালিকায় ১ম স্থানে রয়েছে?
--ভারত।

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-10||

১.'ব্ল্যাক প্যাগোডা ' কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)সিকিম গ)অরুণাচল প্রদেশ ঘ)মহারাষ্ট্র (ওডিশা) ২. সিন্ধু সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ  দেবতা কে ছিলেন? ক)ইন্দ্র খ)মাতৃকাদেবি গ)বিষ্ণু ঘ)পশুপতি শিব (পশুপতি শিব) ৩.ফাইলেরিয়া কি ঘটিত রোগ? ক)ছত্রাক খ)কৃমি গ)আদ্যপ্রাণী ঘ)ব্যাকটেরিয়া (কৃমি) ৪.'মেঘদুতম' কার রচনা? ক)দন্ডি খ)কালিদাস গ)বিশাখদত্ত ঘ)জয়দেব (কালিদাস) ৫.গান্ধীজির রাজনৈতিক গুরুদেব কে ছিলেন? ক)তলস্তয় খ)তিলক গ)গোপাল কৃষ্ণ গোখলে ঘ)রানাডে (গোপালকৃষ্ণ গোখলে) ৬. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)পা খ)হাত গ)ত্বক ঘ)মস্তিস্ক (ত্বক) ৭.হিউমেরাস মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)খুলি খ)মুখমন্ডল গ)হাত ঘ)পা (হাত) ৮.নিচের কোন রোগ টি ভাইরাস  ঘটিত? ক)ফিতাকৃমি খ)কলেরা গ)টিবি ঘ)গুটিবসন্ত (গুটিবসন্ত) ৯.আমনেশিয়া রোগে শরীরের কোন অংশটি আক্রান্ত হয়? ক)স্মৃতিশক্তি খ)পৌষ্টিকতন্ত্র গ)দৃষ্টিশক্তি ঘ)স্পর্শেন্দ্রিয়  (স্মৃতিশক্তি) ১০.ব্রিটিশ বণিকরা কোন দ্রব্যটির বাণিজ্য প্রথম শুরু করে? ক)এলাচ খ)রেশম গ)নীল ঘ)চর্বি (নীল) ১১.কত সালে ফর...