Skip to main content

7 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট আফেয়ার্স ||JAN TO JULY|| WITH PDF FILE||


১.অষ্টম গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট-২০১৭ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
--হায়দ্রাবাদ
২.কোন ফুটবলার  চতুর্থবার 'ইউরোপিয়ান গোল্ডেন স্যু' অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন?
--লিওনেল মেসি।
৩.১৬তম এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হলেন?
--গোপী থোকানল
৪.ভারতের কোথায় 'কোরিয়া কালচার  এন্ড টুরিজম ফেস্টিভ্যাল ' অনুষ্ঠিত হয়ে গেলো?
--হরিয়ানা।
৫.কোথায় ২০২০ সালের ৩৬তম ইন্টারন্যাশনাল জিওলজিকাল কংগ্রেস (IGC) অনুষ্টিত হবে?
--নতুন দিল্লী
৬.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারি পরিষেবা দানের জন্য কোন মোবাইল আপ চালু করলেন?
--UMANG(UNIFIED MOBILE APPLICATION FOR NEW AGE GOVERNANCE)
৭.DARPAN  প্রজেক্ট টি কি?
--দেশজুড়ে সমস্ত পোস্ট অফিসের শাখাগুলিতে নিম্নমানের প্রযুক্তি সমস্যার সমাধানে এই প্রজেক্ট চালু করা হয়েছে।
৮.২০১৭ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শ্রেঠত্বের শিরোপা কে পেলেন?
--ডেমিলেগ নেল-পিটার্স।
৯.কোন সাহিত্যিক চন্ডীগড় লিটারারি সোসাইটি কর্তৃক 'লাইফটাইম আচিভমেন্ট'  অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন?
--রাসকিন বন্ড।
১০.ইরানের গোরগানে অনুষ্ঠিত পুরুষ দেড় এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করলো?
--ভারত।
১১.কে ভারতের ১৫ তম অর্থ কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?
-- এন কে সিং.

১২.কে ব্রিটেনের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘে নিযুক্ত হলেন?
-- কারেন পিয়ার্স

১৩.কে প্রথম লোকসভার মহিলা সেক্রেটারি জেনারেল?
--স্নেহলতা শ্রীবাস্তব

১৪.ভারতের কোন বলিউড অভিনেত্রী জাতিসংঘের  পরিবেশ বিষয়ক বিশ্বব্যাপী শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন।?
--দিয়া মির্জা

১৫.রাজস্থানের বিকানির এ আয়োজিত ভারত ও ব্রিটেনের যৌথ সামরিক মহড়ার নাম কি?
--অজয় ওয়ারিয়র-২০১৭।

১৬.সাংহাই কো -অপারেশন  অর্গানাইজেসন এর সম্মেলন  কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
-রুশিয়া।

১৭.কাতারের দোহা তে অনুষ্ঠিত IBSF  ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোন ভারতীয় খেলোয়াড় জয়লাভ করে?
--পঙ্কজ আদভানি।

১৮.কে ইনফোসিস এর নতুন সিইও পদমর্যাদায় উন্নীত হলেন?
--সলিল পারেখ।

১৯.শারীরিক প্রতিবন্দীদের জন্য কোথায় প্রথম ইনফরমেশন টেকনোলজি ক্যাম্পাস গড়ে উঠতে চলেছে?
--হায়দ্রাবাদ।

২০.কোথায় জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেলো?
--কাঠমান্ডু (নেপাল)

২১.কোথায় ভারতের মধ্যে বৃহত্তম ভাসমান সৌরশক্তিই উৎপাদন কারখানা হতে চলেছে?
--বানাসুর আগের রিজার্ভার (কেরল)

২২.কে ২০১৭ সালের আন্তর্জাতিক শিশু শান্তি  পুরস্কার এ ভূষিত হয়েছেন?
--মুহাম্মদ-আল-জৌন্ডে

২৩.ভারতের কোন অনুষ্ঠান ইউনেস্কো কর্তৃক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা লাভ করলো?
--কুম্ভমেলা।

২৪.কোন জনপ্রিয় ফুটবলার  পঞ্চমবার ফিফা বালন ডি 'ওর  সম্মানে ভূষিত হলেন?
--ক্রিশ্চিয়ানো রোনালদো।

২৫.২০১৭ সালের বাস সম্মান কে লাভ করলেন?
--মমতা কালিয়া (দুক্ষম-সূক্ষ্মম এর জন্য)

২৬.কোথায় 'আশিয়ান-ইন্ডিয়া' কানেক্টিভিটি সামিট অনুষ্ঠিত হয়ে গেলো ?
--নতুন দিল্লী।

২৭.সম্প্রতি প্রকাশিত 'গ্লোবাল প্রসপারিটি ইনডেক্স' এ ভারতের রাঙ্ক কত যেখানে নরওয়ে প্রথম স্থানে রয়েছে?
--১০০তম

২৮.কর্ণাটকের বেলগাভিতে অনুষ্ঠিত ভারত ও মালদ্বীপের মধ্যে সামরিক মহড়ার নাম কি?
--EKUVERIN-2017

২৯.ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন কোন দেশ কে সম্প্রতি পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে?
--গ্যাবন।

৩০.পশ্চিমবঙ্গের কোন সনামধন্য কবি ২০১৭ সালের মূর্তিদেবী পুরস্কারে  ভূষিত হলেন?
--জয় গোস্বামী।

৩১.`ওডিশা সরকার পেনশন ভোগিদের কষ্ট লাঘবের জন্য 'অপর্ণা' পোর্টাল চালু করলো।

৩২.হর্নবিল উৎসব-২০১৭ কোথায় অনুষ্ঠিত হলো?
--নাগাল্যান্ড এ

৩৩.ভারত ও ওমানের দ্বিপাক্ষিক মহড়ার নাম কি?
--নাসিম-আল বাহার।


৩৪.সূর্যের চারিদিকে বায়ুমন্ডলের অস্তিত্বএর প্রমান করতে কি মিশন চালু করলো নাসা?
--পার্কার সোলের প্রোব।

৩৫.রঞ্জি ট্রফি তে কোন দল জয়লাভ করলো?
--বিদর্ভ।

৩৬.কে ভারতের ২২তম মুখ্য  নির্বাচন কমিশনার  হিসেবে নিযুক্ত হলেন?
--ওম প্রকাশ রাওয়াত

৩৭.দৃষ্টিহীনদের  ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এ প্রতিযোগিতায়  করা পাকিস্তান কে হারিয়ে জয়লাভ করলো?
--ভারত।

৩৮.গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইনডেক্স এ ভারত কততম স্থানে রয়েছে?
--৩০তম

৩৯.সুপ্রিম কোর্টের কলেজিয়াম   প্রথম কোনো মহিলা আইনজীবী  কে সরাসরি নিয়োগের  সুপারিশ করলো। তার নাম কি?
--ইন্দু মলহোত্রা

৪০.স্বচ্ছ ভারত এর প্রচারাভিযান দূত  হিসেবে কে নিযুক্ত হলেন?
--কাজল দেবগন

৪১.OPEC এর  অনুযায়ী কোন দেশ বিশ্বের শ্রেষ্ঠ তৈল উৎপাদনকারী দেশ?
--কাজাখস্তান।

৪২.ভারতীয় রেল ফ্রাইট ম্যানেজারদের কর্মক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য কোন আপটি চালু করেছেন?
--SFOORTI আপ।

৪৩.ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান কে হলেন?
--ড: কে শিবান।

৪৪.বিশ্বের প্রথম কোথায় 3D প্রিন্টেড বাসস্টপ চালু হলো?
--সাংহাই, চীন.

৪৫.ভারত ও মালেশিয়ার মধ্যে কোথায় পঞ্চম দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গেলো?
--নতুন দিল্লী।

৪৬.চতুর্থ ইন্টারন্যাশনাল ধর্ম ধম্ম কনফারেন্স আয়োজিত হয়ে গেলো?
--রাজগীর।

৪৭.কোথায় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে 'বাইল্যাটারাল সিকিউরিটি ডায়লগ' অনুষ্ঠিত হয়ে গেলো?
--নতুন দিল্লী।

৪৮.ভারতের দ্রুততম ও পিএফ  সুপার কম্পিউটার এর নাম কি যেটা পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটিওরোলোজি তে চালু আছে?
--প্রত্যুষ।

৪৯.ভারতের প্রথম পুরোপুরি মহিলা চালিত স্টেশনএর নাম  কি যাহা লিমকা বুক এ নাম নথিভুক্ত করলো?
--মাতুঙ্গা, মুম্বই

৫০.কোন বাঙালি অভিনেতা ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান 'লিজিঅন  অফ অনার' পেলেন?
--সৌমিত্র চট্টোপাধ্যায়।

৫১.সম্প্রতি কোন রাজ্য  ই-সিগেরেট নিষিদ্ধ করলো?
-- বিহার

৫২.'মুফতি মোহাম্মদ সাঈদ অ্যাওয়ার্ড ' এ কে ভূষিত হলেন?
--নীতিশ কুমার।

৫৩.সম্প্রতি বিশ্বের কোন দেশ প্রাইমারি স্কুলে ইংরেজি শিক্ষাকে নিষিদ্ধ করেছে?
--ইরান।

৫৪.আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোথায় অনুষ্ঠিত হলো?
--আহমেদাবাদ

৫৫.হরিয়ানা সরকার প্রথম বেশি ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের জন্য কোন পোর্টাল চালু করেছে?
--'High-Risk Pregnancy Portal'

৫৬.ভারতের দ্বিতীয় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় গড়ে উঠতে চলেছে?
--অরুণাচল প্রদেশ।

৫৭.'হিমালয়ান হাইড্রো এক্সপো' কোথায় অনুষ্ঠিত হলো?
--কাঠমান্ডু নেপাল।

৫৮.নারীদের উপর হওয়া নিপীড়নএর অভিযোগ জানানোর জন্য হিমাচল প্রদেশ সরকার কোন হেল্পলাইন চালু করেছে?
--গুড়িয়া হেল্পলাইন।

৫৯.কে ২০১৮ সালের বেস্ট সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর ইন এশিয়া প্যাসিফিক সম্মানে ভূষিত হলেন?
--রবি মেনন।

৬০.২০২২ সালের ন্যাশনাল গেমস কোথায় অনুষ্টিত হবে?
--মেঘালয়

৬১.কথা ভারতের তৃতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো?
--গোয়া

৬২.'হারবা মিসাইল' কোন দেশ উৎক্ষেপণ করলো?
--পাকিস্তান।

৬৩কোন সংস্থা 'সমুদ্রমন্থন ক্যারিং অর্গানাইজেসন  অফ দি ইয়ার' সম্মানে ভূষিত হলেন?
--জওহরলাল নেহেরু ট্রাস্ট পোর্ট।

৬৪.প্রয়াত জন্প্রিয় কবির নাম  করো যিনি গীতা ও গীতাঞ্জলি উর্দুতে অনুবাদ করেছেন?
--আনোয়ার জালালপুরী।

৬৫.ভারতের বিদেশ সচিব হিসেবে কে নিযুক্ত হলেন?
--বিজয় কেশব গোখলে।

৬৬.কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক মহিলাদের ক্ষমতায়নে কোন পোর্টাল চালু করলো?
--NARI পোর্টাল

৬৭.ফ্লেমিংগো উৎসব কোথায় হয়ে গেলো?
--অন্ধ্র প্রদেশের পুলিকট হ্রদে।

 ৬৮.বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে কে পৃথিবীর সাতটি মহাসাগরীয় প্রণালী জয় করলেন?
--রোহন মোর.

৬৯.কে আইসিসি  পরিচালন বোর্ডের প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
--ইন্দ্র নুয়ি।

৭০.ভারতের কোন মহিলা ক্রিকেটার একদিবসীয় ক্রিকেট এ ২০০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন?
--ঝুলান গোস্বামী।

৭১.ভারতের কোন রেলওয়ে জোন ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহার করার সীকৃতি পেয়েছে?
--দক্ষিণ মধ্য  রেলওয়ে।

৭২.কোন বিমানবন্দর ২০১৭ সালের সবচেয়ে ব্যাস্ততম বিমানবন্দর তকমা পেলো?
--দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

৭৩.নীতিআয়োগের সিইও কে হলেন?
--অমিতাভ কান্ট

৭৪.অসম সরকার গুয়াহাটিতে রিভার ট্যাক্সি চালানোর জন্য কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে?
--ওলা ক্যাব

৭৫.ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে চলেছে?
--মহারাষ্ট্র।

৭৬."Exam Warriors" বইটি কার লেখা?
--শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।

৭৭.নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ -১৯ বিশ্বকাপ এ কোন দল জয়ী হলো?
--ভারত (অস্ট্রেলিয়া কে হারিয়ে)

৭৮.দেশের প্রথম ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর কোথায় গড়ে উঠতে চলেছে?
--চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে।

৭৯.কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কোন সংস্থার সাথে যৌথ ভাবে ৫জি টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলতে  চলেছে?
--আইআইটি চেন্নাই।

৮০.স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?
--শ্রীমতী  নিলম কাপুর।

৮১.কে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক এন্ড পার্টনারশীপ ফোরাম এর ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?
--সান্তনু নারায়ণ

৮২.'সাহিত্য একাডেমি ভাষা সম্মানে' কে ভূষিত হলেন?
--শেষ আনন্দ মধুকর

৮৩.সপ্তম ইন্ডিয়া এনার্জি কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেলো কোথায়?
--নতুন দিল্লী

৮৪.জিওস্পেসিয়াল ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ কোন রাজ্য ভূষিত হলেন?
--ওডিশা।

৮৫.গ্লোবাল ডেমোক্রেসি ইনডেক্স এ ভারতের স্থান কত?
--৪২তম

৮৬.'নিউ ওয়ার্ল্ড ওয়েলথ' কর্তৃক প্রকাশিত বিশ্বের কততম সম্পদশালী দেশ ভারত?
--ষষ্ঠ তম.

৮৭.ওয়ার্ল্ড স্টিল কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সর্বাধিক অপরিশোধিত স্টিল উৎপাদনে ভারত কততম?
--তৃতীয়।

৮৮.মধ্যপ্রদেশ এর জাব্বলপুরের ভারত ও ভিয়েতনামের মধ্যে আয়োজিত মহড়ার নাম কি?
--VINBAX-2018

89.২০১৮ সালের ৬০তম গ্র্যামি পুরস্কারে ব্রুনো মার্স এর কোন সংগীত এলবামটি 'রেকর্ড অফ দি ইয়ার' এর  ভূষিত হয়েছে?
--24K MAGIC.

৯০.'সৎনিয়া সাভাসান মে অধি অবধি' গ্রন্থটি কার লেখা?
--ডঃ সাধন পাণ্ডে

৯১.২১তম ইন্ডিয়া- ইন্টারন্যাশনাল সি ফুড শো-২০১৮ কোথায় অনুষ্টিত হলো?
--গোয়া।

৯২.ভারতের মধ্যে প্রথম কোন মেট্রোশহরে ভাসমান বাজার গড়ে উঠেছে?
--কলকাতা

৯৩.প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার যিনি অস্কার এ মনোনীত হচ্ছেন?
 --রাচেল মরিসন

৯৪.গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইনডেক্স এ ভারত কততম স্তনে রয়েছে?
--৮১তম

৯৫.WEF এর বার্ষিক সভা কোথায় হলো?
--দাভোস, সুইজার্ল্যান্ড।

৯৬.FICCI এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?
--দিলীপ চেনায়।

৯৭.নতুন দিল্লিতে প্রথম খাদিহাট চালু হলো.

৯৮.কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও  তথ্য প্রযুক্তি মন্ত্রক 'স্ত্রী স্বাভিমান ' চালু করলো। বয়ঃসন্ধি কালের মেয়ে ও মহিলাদের স্যানেটারি ন্যাপকিন দেওয়া হবে.

৯৯.কৃষকদের সৌরশক্তি উৎপাদনে উৎসাহিত করতে কেন্দ্র সরকার 'কুসুম ' প্রকল্প চালু করলো

১০০. ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন চালু হলো যার নাম রেডিও উমাং।

১০১.ভূগর্ভস্থ জলস্তর হ্রাস নিয়ন্ত্রণের জন্য  কেন্দ্রীয় সরকার 'অতল ভুজল যোজন' চালু করল.

১০২.কোথায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল টেক্সটাইল এক্সপো অনুষ্ঠিত হলো?
--কলম্বো, শ্রীলংকা।

১০৩.ভারতীয় সরকার ১০০ শতাংশ অক্স-বায়োডিগ্রেডএবল স্যানিটারি প্যাড চালু করলো তার নাম কি?
--সুবিধা ন্যাপকিন।

১০৪.কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের ২০ তম  সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
--ফিজির নাদিতে

১০৫. ভারত-কোরিয়া বাণিজ্য সম্মেলন -২০১৮
--নতুন দিল্লী

১০৬.২৯তম  আন্তর্জাতিক যোগ উৎসব ২০১৮ কোথায় অনুষ্ঠিত হলো?
--উত্তরাখণ্ডের ঋষিকেষে।

১০৭.কোথায় "ইন্ডিয়া বাই নীল" উৎসব আয়োজিত হলো?
--মিসরের কায়রো তে.

১০৮.প্রথম আন্তর্জাতিক সৌর জোট সম্মেলন কোথায় আয়োজিত হলো?
--নতুন দিল্লিতে।

১০৯.১০৫তম বিজ্ঞান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
--মনিপুরের ইম্ফলে।

১১০.সামরিক মহড়া 'গরুড় শক্তি -২০১৮' কাদের মধ্যে অনুষ্ঠিত হলো?
--ভারত ও ইন্দোনেশিয়ার, বাদুংয়ে।

১১১.সেসেলসের মাহি দ্বীপে ভারত ও সেসেলসের যৌথ সামরিক মহড়ার নাম কি?
--'Lamitye-2018'

১১২.ভারত ও ফ্রান্সের যৌথ মহড়ার নাম কি?
--বরুন-২০১৮(গোয়া)

১১৩.'গ্লোবাল কোরাপশন  পার্সেপশন ইনডেক্স-২০১৭ তে ভারতের স্থগণ কত নং এ ?
--৮১নং

১১৪.ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০১৮ তে ভারতের স্থান কততম?
--১৩৩তম

১১৫.এনারজি ট্রানজিশন ইনডেক্স-২০১৮
--ভারত--৭৮তম  স্থান

১১৫.'হরি সিংহ নালওয়া:চ্যাম্পিয়ন অফ টি খালসাজি.' গ্রন্থটি কার লেখা?
--বনিত নালওয়া।

১১৬.'ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে ' কবে?
--৩রা মার্চ।

১১৭.বিশ্বের বৃহত্তম সোলার পার্ক চালু হলো কোথায়?
--কর্ণাটকের 'শক্তি স্থল'-এ.

১১৮.কে 'আবেল প্রাইজ-২০১৮'  পেলেন?
--রবার্ট ল্যাংল্যান্ডস(কানাডা)

১১৯.কোন অভিনেতা ৯০তম  অস্কার পেলেন?
--গ্যারি ওল্ডম্যান(মার্কেট আওয়ার)

১২০.কোন অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন অস্কার এ?
--ফ্রান্সিস ম্যাকদরমন্ড।।

১২১. কোন চলচ্চিত্রটি ৯০তম  অস্কারে ভূষিত হলো?
--টি শেপ  অফ দি ওয়াটার'

১২১. শ্রেষ্ঠ সহ-অভিনেতা -
--স্যাম রকওয়েল

১২২.শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী-
--এলিসন জান্নি।

১২৩.আই -লিগে চ্যাম্পিয়ন করা হলেন?
--মিনার্ভা পাঞ্জাব এফসি (নেরিকা এফসি কে হারিয়ে)

১২৪.কোন দল আজলান  শাহ হকি প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলো?
--অস্ট্রেলিয়া (ভারত ৫ম স্থানে )

 শীতকালীন অলিম্পিক -২০১৮  
 ১২৫.স্থান -পিয়ংচ্যাং , দক্ষিণ কোরিয়া

১২৬.ম্যাসকট--SOOHORANG & BANDOBI

১২৭. সর্বাধিক মেডেল জয়ী দেশ নরওয়ে।

১২৮.২০২২ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
--বেজিং।

১২৯.ভারতের কোন মহিলা ফ্লাইং ফাইটার এয়ারক্রাফট সোলো হিসেবে নিযুক্ত হলেন?
--অবনী চতুর্বেদী।

১৩০.কোথায় চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হলো?
--নতুন দিল্লী।

১৩১.ভারতের কোন হ্রদ বিশ্বের বৃহত্তম ইরাবতী ডলফিন আবাস্থলের তকমা পেলো?
--চিল্কা হ্রদ।

১৩২.বিশ্বের প্রথম কোন দেশ ক্রিপ্টোকারেন্সিকে বৈধ দরপত্র হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে?
--মার্শাল দ্বীপপুঞ্জ।

১৩৩.ভারতের প্রথম কোথায় হেলি-ট্যাক্সি চালু হলো?
--বেঙ্গালুরু

১৩৪.ওয়ার্ল্ড ওশান  সামিট -২ ০১৮  কোথায় অনুষ্ঠিত হলো?
--মেক্সিকো

১৩৫.সমস্ত দরিদ্র পরিবারের (বার্ষিক আয় ১.৫ লক্ষের কম) মেয়েদের বিবাহের সময় এককালীন ২৫০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার . সেই স্কিম এর নাম কি?
--রূপশ্রী প্রকল্প।

১৩৬.পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রামসর সাইটএর স্বীকৃতি পেতে চলেছে ?
 --সুন্দরবন।

১৩৭.কয়লার গুণগত মান পরীক্ষার জন্য  কেন্দ্রীয় সরকার কোন আপ চালু করলো?
--'UTTAM' APP

১৩৮.কোন সরকার গঙ্গার পাড়ক্ষয় রোধের জন্য 'গঙ্গা হরীতিমা যোজনা' চালু করলো?
--উত্তর প্রদেশ সরকার

১৩৯.FASSI স্কুলের ছাত্রছাত্রী দের ভিটামিন-ডি  সম্পর্কে উৎসাহ প্রদান করতে কি প্রজেক্ট চালু করলো?
--প্রজেক্ট ধুপ।

১৪০.কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারত ভ্রমণের জন্য বিদেশী পর্যটকদের ভিসার সুযোগ আরো বাড়াতে কি প্রজেক্ট চালু করলো?
--e-FRRO PROJECT.

১৪১.কেন্দ্রীয় সরকার বিভিন্ন সমাজ কল্যাণকর প্রকল্প যথাযথভাবে নির্বাচিত গ্রামগুলিতে পৌঁছে দিতে কি প্রজেক্ট চালু করলো?
--'গ্রাম স্বরাজ যোজন

১৪২.SARAS আজীবিকা মেলা-২০১৮ কোথায় আয়োজিত হলো?
--নতুন দিল্লি

১৪৩.কোথায় গ্লোবাল লজিস্টিকস সামিট-২০১৮ অনুষ্ঠিত হলো?
--নতুন দিল্লি

১৪৪.NAM (Non Aligned Movement) মন্ত্রীবর্গের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
--বাকু (আজারবাইজান)

১৪৫.আন্তর্জাতিক শক্তি ফোরাম এর মন্ত্রীবর্গের ১৬তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
--নতুন দিল্লি

১৪৬.'ওয়াটার, এনভিওরনমেন্ট  এন্ড ক্লাইমেট চেঞ্জ ' এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
--কাঠমান্ডু

১৪৭.২৯তম  আরব লীগ সামিট-২০১৮ কোথায় অনুষ্ঠিত হলো?
-- দাহরণ (সৌদি আরব)

১৪৮.ইন্ডিয়া মোবাইল কংগ্রেস -২০১৮ কোথায় আয়োজিত হলো?
--নতুন দিল্লি।

১৫০.গ্লোবাল স্টার্ট-আপ  ইকোসিস্টেম রিপোর্ট-২০১৮ এ ভারতের স্থান কততম?
--৩৭তম (আমেরিকা-১ম)

১৫১.ইকোনমিক ফ্রিডম ইনডেক্স-২০১৮ ভারতের স্থান কততম?
--১৩০(হং-কং  ১ম)

১৫২.বিশ্বে বিদ্যুৎ উৎপাদনে ভারতের  স্থান কোথায়?
--৩য় (চীন-১ম)

১৫৩.অশোধিত স্টিল উৎপাদনে ভারতের স্থান কোথায়?
--২য়

১৫৪.২০১৭ সালের ব্যস্ততম এয়ারপোর্ট কোনটি(যাত্রীসংখ্যার বিচারের)?
--হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা বিমানবন্দর।

১৫৫কমনওয়েলথ ইনভেশন ইনডেক্স এ ভারতের স্থান কত?
--১০ম.

১৫৬.'Foil-Eagle Drill' কোন দেশের যৌথ সামরিক মহড়া?
--আমেরিকা ও দক্ষিণ কোরিয়া

১৫৭.ভারত ও দক্ষিণ কোরিয়া এর উপকূল রক্ষীবাহিনীর মহড়ার নাম কি?
--EX SAHYOG-HYEOBLYEOG-2018(চেন্নাই উপকূলে)

১৫৮.পরমবীর পার্বনে গ্রন্থটির লেখক কে?
--ডঃ প্রভাকইরান জৈন.

১৫৯.'ইন্ডীয়াজ হেরিটেজ অফ ঘরানা মিউজিক:পান্ডিত্স অফ গোয়ালিয়র ' এর লেখক কে?
--মিতা পন্ডিত

১৬০.আন্তর্জাতিক বন দিবস --২১শে মার্চ।

১৬১.বিশ্ব জল দিবস --২২শে মার্চ

১৬২.বিশ্ব আবহাওয়া দিবস--২৩শে মার্চ

১৬৩.বিশ্ব যক্ষা দিবস--২৪শে মার্চ

১৬৪. ন্যাশনাল মেরিটাইম ডে --৫ই  এপ্রিল

১৬৫.বিশ্ব সাস্থ দিবস --৭ই এপ্রিল।

১৬৬.BEIDOU-৩ নেভিগেশন স্যাটেলাইট কোন দেশের?
--চীন

১৬৭.মানবদেহের ৮০তম অঙ্গের নাম কি?
--ইন্টারস্টিশিয়াম

১৬৮.মঙ্গল গ্রহে বিষয়ে জানতে 'INSIGHT' মিশণ কে চালু করলো?
--NASA

১৬৯.সম্প্রতি চীনের যে স্পেস স্টেশনটি ভেঙে পড়লো তার নাম কি?
--তিয়াংগং-১

১৭০. বাবর ক্রুজ মিসাইল কোন দেশের অস্ত্র?
--পাকিস্থান।

১৭১.কোন সংস্থা পুনর্বাবহারযোগ্য রকেট উৎক্ষেপণ করলো?
--SPACEX (ফ্যালকন-৯)

১৭২.কোথায় বিশ্বের দীর্ঘতম বালিপাথরের গুহা আবিষ্কার হলো ?
--মেঘালয়ের মৌসিনরাম জেলায়।(নাম-ক্রিমপুরী)

১৭৩.ভারতের প্রথম কীট-পতঙ্গ মিউজিয়াম কোথায় খুলেছে?
--তামিলনাড়ু।

১৭৪. কোথায় বিশ্বের বৃহত্তম সোলার পার্ক কোথায় গড়ে উঠেছে?
--গুজরাট

১৭৫.বিশ্বের প্রথম ইলেকট্রিক বাস লাইন কোথায় চালু হলো?
--প্যারিস।

১৭৬.৪৯তম  দাদাসাহেব ফালকে ২০১৮ কে পান?
--বিনোদ খান্না।

১৭৭.কোন চলচ্চিত্র  ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো?
--ভিলেজ রকস্টার্স

১৭৮.কে ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেলো?
--মোহাম্মাদ আবু জাইদ।

১৭৯.কে ইউনেস্কোর এক্সজিকিউটিভ বোর্ডের  ভারতীয় সদস্য নিযুক্ত হলেন?
--জে. এস. রাজপূত

১৮০.NASSCOM এর প্রেসিডেন্ট কে হলেন?
--দেবযানী ঘোষ.

১৮১.NASSCOM এর চেয়ারম্যান কে হলেন?
--রিশাদ প্রেমজি

১৮২.৭২তম সন্তোষ ট্রফি তে কে চ্যাম্পিয়ন হলেন?
--কেরল।

১৮৩.২০১৮ সালের ডেভিস কাপ জিতে লিয়েন্ডার পেজ মোট কতবার ডেভিস কাপ জিতলেন?
--৪৩বার.

১৮৪.কমনওয়েলথ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
--কুইন্সল্যান্ড,অস্ট্রেলিয়া।

১৮৫.ভারতের পদকসংখ্যা কত?
--মোট ৬৬টি (সোনা-২৬,রুপো -২০, ব্রোঞ্জ -২০)

১৮৬.পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?
--বাকিংহাম, ইংল্যান্ড।

১৮৭. মধ্যপ্রদেশের কোন প্রজাতির মুরগি  জিওগ্রাফিকাল ইন্ডিকেশন  তকমা লাভ করলো?
--কাদাকান্ত চিকেন

১৮৮.ভারতীয় কোন ব্যাঙ্ক সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট 'KEYA' চালু করলো?
--KOTAK MAHINDRA BANK .

১৮৯.নেপালের কাঠমান্ডু তে অনুষ্ঠিত ৮ম সাউথ এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপএ কোন দেশ পদক তালিকায় ১ম স্থানে রয়েছে?
--ভারত।

১৯০.কোথায় এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ওয়ার্কশপ  অনুষ্ঠিত হয়ে গেলো?
--নতুন দিল্লী।

১৯১.মেঘলায় সরকার জৈব প্রযুক্তিতে হলুদ উৎপাদনের জন্য কোন প্রকল্প চালু করলো?
--MISSION LAKADONG .

১৯২. কেরলে উপকূলে যে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হলো তার নাম?
--সাগরকবচ।

১৯৩.ওয়ার্ল্ড প্রেস ফ্রীডম ইনডেক্স এ ভারতের স্থান কত?
--১৩৮তম(নরওয়ে-১ম)

১৯৪.ভারত ও মালেশিয়ার মধ্যে যে মহড়া হয়ে গেলো তার নাম কি?
--হরিমাও-শক্তি-২০১৮।

১৯৯.ভারতের কোন প্রথম মহিলা আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন?
--ইন্দু মালহোত্রা। 

২০০.৯ম ভারত জাপান এনাৰ্জি ডায়লগ কোথায় অনুষ্ঠিত হলো?
--নতুন দিল্লি।

২০১. কোন জনপ্রিয় সংগীতশিল্পী পি সি চন্দ্র লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন?
--আশা ভোসলে 

২০২. আজারবাইজান গ্রাপি ফর্মুলা ১ চার্ রেস এ কে জয়ী হলেন?
--লুইস হ্যামিলটন।

২০৩. ন্যাশনাল ব্লাইন্ড ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হলো?
--কোচি,কেরল।

২০৪.ইন্ডিয়া-সাউথ আফ্রিকা বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হলো?
--জোহানেসবার্গ।

২০৫.ওয়ার্ল্ড ইন্টেলেক্চুয়াল প্রপার্টি ডে--২৬শে এপ্রিল।

২০৬.শিরুই  লিলি ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো?
--উখরুল জেলা(মনিপুর)

২০৭.সম্প্রতি কোন সংস্থা 'লালকেল্লা' কে রক্ষনাবেক্ষনের জন্য দায়িত্বভার গ্রহণ করলো?
--ডালমিয়া ভারত লিমিটেড।

২০৮.ভারতীয় সেনার জন্য সবচেয়ে সস্তা ও হালকা বুলেটপ্রুফ জ্যাকেট কে তৈরী করলো?
--BARC (ভাবা কবচ)

২০৯.ভারতের কোথায় প্রথম ইন্ডাস্ট্রিয়াল সোলার মাইক্রোগ্ৰিড চালু করলো?
--গুজরাট

২১০.কে ২০১৭ সালের সরস্বতী সম্মানে ভূষিত হলেন?
--সিতাংশু যশ্চন্দ্র মেহতা।

২১১.ডিজিটাল পেমেন্টস ও ক্যাশলেস ইকোনমির ক্ষেত্রে কোন গ্রাম প্রধানমন্ত্রী এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন?
--বুদগাম। 

২১২.SBI লাইফ ইন্সুরেন্স এর CEO কে নিযুক্ত হলেন?
--সঞ্জীব নৌটিয়াল।

২১৩.'My Journey from Marxism-Leninism to Nehruvian Socialism: Some Memoirs and Reflections on Inclusive Growth' গ্রন্থটির লেখক কে?
--সি.এইচ. হনুমন্ত রাও.

২১৪.২য়  ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে?
--চিকাগো(আমেরিকা)

২১৫.পিস মিশন -২০১৮ কোথায় অনুষ্ঠিত হবে?
--রাশিয়া।

২১৬.ইন্টারন্যাশনাল বৌদ্ধিস্ট কনফারেন্স-২০১৮ কোথায় অনুষ্ঠিত হলো?
--লুম্বিনী(নেপাল)

২১৭.Vibent  নর্থ ইস্ট -২০১৮ কোথায় অনুষ্ঠিত হলো?
--গুয়াহাটি

২১৮.WBC এশিয়া বক্সার  অফ টি ইযার  কে ভূষিত হলেন?
--নিরাজ গয়াত

২১৯.ইসরোর কোন সেন্টার ন্যাভিগেশন স্যাটেলাইটের ব্যাবহারযোগ্য এটমিক ক্লক তৈরী করেছে?
--আহমেদাবাদ।

২২০.ইন্টারন্যাশনাল গ্রাপি শুটিং কম্পিটিশন এ কে রুপোর পদক পেলেন?
--গগন নারাং ও পূজা ঘাটকর।

২২১.কোথায় ওয়ার্ল্ড রোবট কনফারেন্স -২০১৮ অনুষ্ঠিত হবে?
--বেইজিং

২২২.WEF এর এক্সসিলেন্ট ওমেন অফ এক্সসিলেন্স আওয়ার্ডটি কে পেলেন?
--নিশা ভাল্লা।

২২৩.ফ্লিপকার্ট এর ৭০ শতাংশ শেয়ার কে কিনলো?
--ওয়ালমার্ট।

২২৪.ভারতীয় ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড ২০১৮  কে ভূষিত হলেন?
--সৌম্য সাক্সেনা

২২৫.'হিডেন ইন্ডিয়া' গ্রন্থটির লেখক কে?
--লতিকা নাথ.

২২৬. ভারতের প্রথম কোথায় সম্পূর্ণ মহিলা পরিচালিত পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হলো?
--ফাগুয়ারা,(পাঞ্জাব)

২২৭.CIA  প্রথম মহিলা ডিরেক্টর এর নাম কি?
--জিনা হাসপাল

২২৮.স্প্যানিশ গ্রাপি ফর্মুলা  ১ কার রেস এ কে জয়ী হলেন?
--লুইস হ্যামিলটন।

২২৯.সম্প্রতি ভারতের প্রথম সৌরশক্তি পরিচালিত রেল স্টেশনের নাম কি?
--গুয়াহাটি

২৩০.বিশ্বের ১ম ভাসমান পারমাণবিক কেন্দ্র কোথায়?
--রাশিয়া

২৩১.হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে হলেন?
--রাজিন্দর সিংহ।

২৩২.টাটা স্টিল কোন সংস্থা কে অধিগ্রহণ করলো?
--ভূষণ স্টিল

২৩৩.বসুন্ধরা দিবস --২২শে এপ্রিল।

২৩৪.বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও রেড ক্রস দিবস --৮ই মে

২৩৫.প্রথম IT কোম্পানি হিসেবে(ভারতের) কোন কোম্পানি টি ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্য ছুঁলো?
--TCS

২৩৬. কোথায় বিশ্বের দ্বিতীয় পুরোনো পাথর আবিষ্কার করা হলো?
--ওডিশা

২৩৭.সোয়াজিল্যান্ড দেশের নাম নুতন  কি ?
--কিংডম অফ ESWATINI

২৩৮.'A Treatise on Cleanliness' ও 'Waste management an Introduction' গ্রন্থ দুটির রচয়িতা কে?
--রাজাত ভার্গব।

২৩৯.কোন ব্যাঙ্ক কারেন্ট একাউন্ট খোলার  জন্য ডিজিটাল ফ্রম চালু করলো?
--ICICI

২৪০.ADB এর ৫১তম মিটিং কোথায় আয়োজিত হলো?
--ম্যানিলা
২৪১.কেন্দ্রীয় সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাপ্রদান করে জন্য কোন প্রকল্প টি চালানো হয়েছে?
--সমগ্র শিক্ষা।

২৪২.কোন রাজ্য বর্জ্য জলের পুনর্ব্যবহার করতে চলেছে?
--গুজরাট।

২৪৩.বৈদ্যুতিক পেমেন্ট এ স্বচ্ছতা আনতে কোন আপ চালু করেছে কেন্দ্রীয় সরকার?
--PRAAPTI আপ

২৪৪.কেন্দ্রীয় সরকার JANAUSHADHI SUBIDHA  নামে বায়ো-ডিগ্রেডএবল স্যানিটারি ন্যাপকিন্ চালু  করলো।

২৪৫.ভারত-আসিয়ান  চলচ্চিত্র উৎসব -২০১৮
--নতুন দিল্লি

২৪৬.১ম গ্লোবাল উইন্ড সামিট -২০১৮
--হামবুর্গ, জার্মানি।

২৪৭.BRICS এর বিদেশমন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?
--জোহানেসবার্গ

২৪৮.৪৪তম G-৭ সামিট -২০১৮
--কিউবেক , কানাডা

২৪৯.কোথায় ১৮তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেসন এর মিটিং হলো?
--কুয়াংদাও, চীন
২৫০.ইনফরমেশন এন্ড কমুনিকেশন টেকনোলজি  এর উপর আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
--কাঠমান্ডু (নেপাল)
২৫১.১১তম  বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় অনুষ্টিত হবে?
--পোর্ট লুইসে
২৫২.১০৬তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো?
--জলন্ধর,পাঞ্জাব।
২৫৩.IMD এর কম্পিটিটিভ রাঙ্কিংয়ে ভারতের স্থান কত?
--৪৪তম
২৫৪.গ্লোবাল পিস্ ইনডেক্সে-২০১৮ ভারতের স্থান কততম?
--১৩৬তম
২৫৫.গ্লোবাল এনভায়রনমেন্ট পারফারমেন্স ইনডেক্স-২০১৮
--ভারত ১৭৭
২৫৬.বিশ্ব পরিবেশ দিবস---৫ই জুন.
২৫৭.বিশ্ব মহাসাগর দিবস ---৮ই জুন.
২৫৮.আন্তর্জাতিক যোগ দিবস-২১শে জুন.
২৫৯.ভারত ও নেপালের যৌথ সামরিক মহড়ার নাম কি?
--সূর্যকিরণ-XIII  (উত্তরাখণ্ডে )
২৬০.২২তম মালাবার মহড়া কাদের মধ্যে আয়োজিত হলো?
--ভারত, আমেরিকা ও জাপান।
২৬১.প্রথম BIMSTEC সামরিক মহড়া কোথায় আয়োজিত হলো?
--ভারত
২৬২.STRAIGHT TALK গ্রন্থটি কার লেখা ?
--অভিষেক মানু সিংভি
২৬৩.নিউক্যাসল  ইউনিভার্সিটি এর বিজ্ঞানীরা প্রথম ৩D প্রিন্টেড মানব কর্নিয়া তৈরী করলেন।
২৬৪.কোন আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের মধ্যে সর্বপ্রথম সৌরচালিত বিমানবন্দরএর স্বীকৃতি পেলো?
--কোচিন বিমানবন্দর।
২৬৫.কোথায় কেন্দ্রীয় সরকার ভারতের প্রথম পুলিশ মিউজিয়াম চালু করতে চলেছে?
--নতুন দিল্লী
২৬৬.প্রথম NATO তে ল্যাটিন আমেরিকার দেশ হিসেবে কে যোগ দেবে?
--কলম্বিয়া
২৬৭.ত্রিপুরার রাজ্যফল কোনটি?
--কুইন আনারস।
২৬৮.২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে
--আমেরিকা, কানাডা ও মেক্সিকো।
২৬৯.DRDO এর চেয়ারম্যান কে?
--সঞ্জয় মিত্র
২৭০.CBDT এর চেয়ারম্যান কে?
--সুশীল চন্দ্র
২৭১.বন্ধন ব্যাংকের চেয়ারম্যান কে?
--হারুন রশিদ খান.
২৭২.সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন এর চেয়ারম্যান কে?
--শরদ কুমার।
২৭৩.UPSC এর চেয়ারম্যান কে?
--অরবিন্দ সাক্সেনা
২৭৪. মিশরের রাষ্ট্রপতির নাম কি?
--আব্দুল ফাতেহা আল-সিসি।
২৭৫.থমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হলো?
--চীন
২৭৬.মহিলাদের এশিয়া কাপ-২০১৮ এ কে জিতলো?
--বাংলাদেশ (ভারত কে হারিয়ে)
২৭৭.মহিলাদের ওয়ান ডে ক্রিকেট ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড কার?
--নিউজিল্যান্ডের আমিলিয়া কের
২৭৮.ফরাসি ওপেন টুর্নামেন্ট -২০১৮
--পুরুষ-রাফায়েল নাদাল(ডমিনিক থেইম কে হারিয়ে)
--মহিলা-সাইমনা হ্যালেপ(রোমানিয়া)(স্নোয়ানি স্টিফেন্স কে হারিয়ে)
২৭৯.WHO কাকে বিশ্বের প্রথম ট্রাকোমা মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে?
--নেপাল।

২৮০.মুম্বাই পুলিশ ও কোন ব্যাঙ্ক মিলে 'মুহ পে তালা ' নামে ক্যাম্পেন চালু করলো?
--এক্সিস ব্যাঙ্ক।

২৮১.SBI সম্প্রতি YONO আপ চালু করলো। ফুল ফর্ম কি তার?
--YOU  ONLY  NEED ONE .

২৮২.মোবাইল ওয়ালেট চালুর জন্য হাইক সংস্থাটি কোন ব্যাংকের সঙ্গে চুক্তি বদ্ধ হলো?
--এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক।

২৮৯. কোন ব্যাঙ্ক প্রথম 'ডেস্কটপ ATM' চালু করলো?
--অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক।

২৯০.সম্প্রতি কোন ক্র্যাপ্তকারেন্সি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিটকয়েন এ পরিণত হল?
--রিপাল

২৯১.কোন সংস্থা ভারতে প্রথম বিটকয়েন ট্রেডিং মোবাইল আপা চালু করলো?
--প্লুটো এক্সচেঞ্জ।

২৯২.কার্ড ও পিনলেস  ATM পরিষেবার জন্য ইয়েস ব্যাংকের সাথে কে গাঁঠছড়া বাঁধলো?
--নিয়ারবাই।

২৯৩.'মোস্ট এথিকাল কোম্পানি অফ দি ইয়ার' কে পেলো?
--TCS

২৯৪.রিয়েল হাউসিং ইন্টারেস্ট সাবসিডি স্কিম এর জন্য কোন ব্যাঙ্ক ন্যাশনাল হাউসিং ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হলো?
--ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।

২৯৫.কোন সংস্থা NPCI এর সাহায্যে BHIM UPI বিটা পেমেন্ট পরিষেবা চালু করলো?
--হোয়াটসআপ।

২৯৬.MSME ক্ষেত্রের জন্য কোন ব্যাঙ্ক ইন্সটা OD স্কিম চালু করলো?
--ICICI

২৯৭.ভারত EBRD এর কততম সদস্য হিসেবে যোগ দিলো?
--৬৯তম

২৯৮.ভারত কোন দেশের সঙ্গে 'ডাবল ট্যাক্সাসন অভয়ডান্সে' চুক্তি সাক্ষর করলো?
--হংকং

২৯৯. ভারতীয় সেনাবাহিনী কোন ব্যাংকের সঙ্গে স্যালারি সংক্রান্ত প্যাকেজ এর চুক্তি সাক্ষর করলো?
--HDFC ব্যাঙ্ক

৩০০.নেপালের ৯০০ মেগাওয়াট শক্তিসম্পন্ন অরুন ৩হাইড্রোপাওয়ার প্রজেক্টে কোন ব্যাঙ্ক ৮০মিলিয়ন দলের বিনিয়োগ করতে চলেছে?
--SBI


PDF LINK--

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-10||

১.'ব্ল্যাক প্যাগোডা ' কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)সিকিম গ)অরুণাচল প্রদেশ ঘ)মহারাষ্ট্র (ওডিশা) ২. সিন্ধু সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ  দেবতা কে ছিলেন? ক)ইন্দ্র খ)মাতৃকাদেবি গ)বিষ্ণু ঘ)পশুপতি শিব (পশুপতি শিব) ৩.ফাইলেরিয়া কি ঘটিত রোগ? ক)ছত্রাক খ)কৃমি গ)আদ্যপ্রাণী ঘ)ব্যাকটেরিয়া (কৃমি) ৪.'মেঘদুতম' কার রচনা? ক)দন্ডি খ)কালিদাস গ)বিশাখদত্ত ঘ)জয়দেব (কালিদাস) ৫.গান্ধীজির রাজনৈতিক গুরুদেব কে ছিলেন? ক)তলস্তয় খ)তিলক গ)গোপাল কৃষ্ণ গোখলে ঘ)রানাডে (গোপালকৃষ্ণ গোখলে) ৬. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)পা খ)হাত গ)ত্বক ঘ)মস্তিস্ক (ত্বক) ৭.হিউমেরাস মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ক)খুলি খ)মুখমন্ডল গ)হাত ঘ)পা (হাত) ৮.নিচের কোন রোগ টি ভাইরাস  ঘটিত? ক)ফিতাকৃমি খ)কলেরা গ)টিবি ঘ)গুটিবসন্ত (গুটিবসন্ত) ৯.আমনেশিয়া রোগে শরীরের কোন অংশটি আক্রান্ত হয়? ক)স্মৃতিশক্তি খ)পৌষ্টিকতন্ত্র গ)দৃষ্টিশক্তি ঘ)স্পর্শেন্দ্রিয়  (স্মৃতিশক্তি) ১০.ব্রিটিশ বণিকরা কোন দ্রব্যটির বাণিজ্য প্রথম শুরু করে? ক)এলাচ খ)রেশম গ)নীল ঘ)চর্বি (নীল) ১১.কত সালে ফর...