Skip to main content

500 BEST CURRENT AFFAIRS FOR SI/CONSTABLE-2018|| PART-3||

৬৮.বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে কে পৃথিবীর সাতটি মহাসাগরীয় প্রণালী জয় করলেন?
--রোহন মোর.

৬৯.কে আইসিসি  পরিচালন বোর্ডের প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
--ইন্দ্র নুয়ি।

৭০.ভারতের কোন মহিলা ক্রিকেটার একদিবসীয় ক্রিকেট এ ২০০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন?
--ঝুলান গোস্বামী।

৭১.ভারতের কোন রেলওয়ে জোন ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহার করার সীকৃতি পেয়েছে?
--দক্ষিণ মধ্য  রেলওয়ে।

৭২.কোন বিমানবন্দর ২০১৭ সালের সবচেয়ে ব্যাস্ততম বিমানবন্দর তকমা পেলো?
--দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর 

৭৩.নীতিআয়োগের সিইও কে হলেন?
--অমিতাভ কান্ট

৭৪.অসম সরকার গুয়াহাটিতে রিভার ট্যাক্সি চালানোর জন্য কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে?
--ওলা ক্যাব

৭৫.ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে চলেছে?
--মহারাষ্ট্র।

৭৬."Exam Warriors" বইটি কার লেখা?
--শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।

৭৭.নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ -১৯ বিশ্বকাপ এ কোন দল জয়ী হলো?
--ভারত (অস্ট্রেলিয়া কে হারিয়ে)

৭৮.দেশের প্রথম ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর কোথায় গড়ে উঠতে চলেছে?
--চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে।

৭৯.কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কোন সংস্থার সাথে যৌথ ভাবে ৫জি টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলতে  চলেছে?
--আইআইটি চেন্নাই।

৮০.স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?
--শ্রীমতী  নিলম কাপুর।

৮১.কে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক এন্ড পার্টনারশীপ ফোরাম এর ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?
--সান্তনু নারায়ণ

৮২.'সাহিত্য একাডেমি ভাষা সম্মানে' কে ভূষিত হলেন?
--শেষ আনন্দ মধুকর

৮৩.সপ্তম ইন্ডিয়া এনার্জি কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেলো কোথায়?
--নতুন দিল্লী

৮৪.জিওস্পেসিয়াল ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ কোন রাজ্য ভূষিত হলেন?
--ওডিশা।

৮৫.গ্লোবাল ডেমোক্রেসি ইনডেক্স এ ভারতের স্থান কত?
--৪২তম

৮৬.'নিউ ওয়ার্ল্ড ওয়েলথ' কর্তৃক প্রকাশিত বিশ্বের কততম সম্পদশালী দেশ ভারত?
--ষষ্ঠ তম.

৮৭.ওয়ার্ল্ড স্টিল কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সর্বাধিক অপরিশোধিত স্টিল উৎপাদনে ভারত কততম?
--তৃতীয়।

৮৮.মধ্যপ্রদেশ এর জাব্বলপুরের ভারত ও ভিয়েতনামের মধ্যে আয়োজিত মহড়ার নাম কি?
--VINBAX-2018

89.২০১৮ সালের ৬০তম গ্র্যামি পুরস্কারে ব্রুনো মার্স এর কোন সংগীত এলবামটি 'রেকর্ড অফ দি ইয়ার' এর  ভূষিত হয়েছে?
--24K MAGIC.

৯০.'সৎনিয়া সাভাসান মে অধি অবধি' গ্রন্থটি কার লেখা?
--ডঃ সাধন পাণ্ডে 

৯১.২১তম ইন্ডিয়া- ইন্টারন্যাশনাল সি ফুড শো-২০১৮ কোথায় অনুষ্টিত হলো?
--গোয়া।

৯২.ভারতের মধ্যে প্রথম কোন মেট্রোশহরে ভাসমান বাজার গড়ে উঠেছে?
--কলকাতা

৯৩.প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার যিনি অস্কার এ মনোনীত হচ্ছেন?
 --রাচেল মরিসন

৯৪.গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইনডেক্স এ ভারত কততম স্তনে রয়েছে?
--৮১তম

৯৫.WEF এর বার্ষিক সভা কোথায় হলো?
--দাভোস, সুইজার্ল্যান্ড।

৯৬.FICCI এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?
--দিলীপ চেনায়।

৯৭.নতুন দিল্লিতে প্রথম খাদিহাট চালু হলো.

৯৮.কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও  তথ্য প্রযুক্তি মন্ত্রক 'স্ত্রী স্বাভিমান ' চালু করলো। বয়ঃসন্ধি কালের মেয়ে ও মহিলাদের স্যানেটারি ন্যাপকিন দেওয়া হবে.

৯৯.কৃষকদের সৌরশক্তি উৎপাদনে উৎসাহিত করতে কেন্দ্র সরকার 'কুসুম ' প্রকল্প চালু করলো

১০০. ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন চালু হলো যার নাম রেডিও উমাং।

১০১.ভূগর্ভস্থ জলস্তর হ্রাস নিয়ন্ত্রণের জন্য  কেন্দ্রীয় সরকার 'অতল ভুজল যোজন' চালু করল.


Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...