Skip to main content

500 BEST CURRENT AFFAIRS FOR SI/CONSTABLE-2018|| PART-2||

৩৪.সূর্যের চারিদিকে বায়ুমন্ডলের অস্তিত্বএর প্রমান করতে কি মিশন চালু করলো নাসা?
--পার্কার সোলের প্রোব।

৩৫.রঞ্জি ট্রফি তে কোন দল জয়লাভ করলো?
--বিদর্ভ।

৩৬.কে ভারতের ২২তম মুখ্য  নির্বাচন কমিশনার  হিসেবে নিযুক্ত হলেন?
--ওম প্রকাশ রাওয়াত

৩৭.দৃষ্টিহীনদের  ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এ প্রতিযোগিতায়  করা পাকিস্তান কে হারিয়ে জয়লাভ করলো?
--ভারত।

৩৮.গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইনডেক্স এ ভারত কততম স্থানে রয়েছে?
--৩০তম

৩৯.সুপ্রিম কোর্টের কলেজিয়াম   প্রথম কোনো মহিলা আইনজীবী  কে সরাসরি নিয়োগের  সুপারিশ করলো। তার নাম কি?
--ইন্দু মলহোত্রা

৪০.স্বচ্ছ ভারত এর প্রচারাভিযান দূত  হিসেবে কে নিযুক্ত হলেন?
--কাজল দেবগন

৪১.OPEC এর  অনুযায়ী কোন দেশ বিশ্বের শ্রেষ্ঠ তৈল উৎপাদনকারী দেশ?
--কাজাখস্তান।

৪২.ভারতীয় রেল ফ্রাইট ম্যানেজারদের কর্মক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য কোন আপটি চালু করেছেন?
--SFOORTI আপ।

৪৩.ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান কে হলেন?
--ড: কে শিবান।

৪৪.বিশ্বের প্রথম কোথায় 3D প্রিন্টেড বাসস্টপ চালু হলো?
--সাংহাই, চীন.

৪৫.ভারত ও মালেশিয়ার মধ্যে কোথায় পঞ্চম দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গেলো?
--নতুন দিল্লী।

৪৬.চতুর্থ ইন্টারন্যাশনাল ধর্ম ধম্ম কনফারেন্স আয়োজিত হয়ে গেলো?
--রাজগীর।

৪৭.কোথায় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে 'বাইল্যাটারাল সিকিউরিটি ডায়লগ' অনুষ্ঠিত হয়ে গেলো?
--নতুন দিল্লী।

৪৮.ভারতের দ্রুততম ও পিএফ  সুপার কম্পিউটার এর নাম কি যেটা পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটিওরোলোজি তে চালু আছে?
--প্রত্যুষ।

৪৯.ভারতের প্রথম পুরোপুরি মহিলা চালিত স্টেশনএর নাম  কি যাহা লিমকা বুক এ নাম নথিভুক্ত করলো?
--মাতুঙ্গা, মুম্বই

৫০.কোন বাঙালি অভিনেতা ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান 'লিজিঅন  অফ অনার' পেলেন?
--সৌমিত্র চট্টোপাধ্যায়।

৫১.সম্প্রতি কোন রাজ্য  ই-সিগেরেট নিষিদ্ধ করলো?
-- বিহার

৫২.'মুফতি মোহাম্মদ সাঈদ অ্যাওয়ার্ড ' এ কে ভূষিত হলেন?
--নীতিশ কুমার।

৫৩.সম্প্রতি বিশ্বের কোন দেশ প্রাইমারি স্কুলে ইংরেজি শিক্ষাকে নিষিদ্ধ করেছে?
--ইরান।

৫৪.আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোথায় অনুষ্ঠিত হলো?
--আহমেদাবাদ

৫৫.হরিয়ানা সরকার প্রথম বেশি ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের জন্য কোন পোর্টাল চালু করেছে?
--'High-Risk Pregnancy Portal'

৫৬.ভারতের দ্বিতীয় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় গড়ে উঠতে চলেছে?
--অরুণাচল প্রদেশ।

৫৭.'হিমালয়ান হাইড্রো এক্সপো' কোথায় অনুষ্ঠিত হলো?
--কাঠমান্ডু নেপাল।

৫৮.নারীদের উপর হওয়া নিপীড়নএর অভিযোগ জানানোর জন্য হিমাচল প্রদেশ সরকার কোন হেল্পলাইন চালু করেছে?
--গুড়িয়া হেল্পলাইন।

৫৯.কে ২০১৮ সালের বেস্ট সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর ইন এশিয়া প্যাসিফিক সম্মানে ভূষিত হলেন?
--রবি মেনন।

৬০.২০২২ সালের ন্যাশনাল গেমস কোথায় অনুষ্টিত হবে?
--মেঘালয়

৬১.কথা ভারতের তৃতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো?
--গোয়া

৬২.'হারবা মিসাইল' কোন দেশ উৎক্ষেপণ করলো?
--পাকিস্তান।

৬৩কোন সংস্থা 'সমুদ্রমন্থন ক্যারিং অর্গানাইজেসন  অফ দি ইয়ার' সম্মানে ভূষিত হলেন?
--জওহরলাল নেহেরু ট্রাস্ট পোর্ট।

৬৪.প্রয়াত জন্প্রিয় কবির নাম  করো যিনি গীতা ও গীতাঞ্জলি উর্দুতে অনুবাদ করেছেন?
--আনোয়ার জালালপুরী।

৬৫.ভারতের বিদেশ সচিব হিসেবে কে নিযুক্ত হলেন?
--বিজয় কেশব গোখলে।

৬৬.কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক মহিলাদের ক্ষমতায়নে কোন পোর্টাল চালু করলো?
--NARI পোর্টাল

৬৭.ফ্লেমিংগো উৎসব কোথায় হয়ে গেলো?
--অন্ধ্র প্রদেশের পুলিকট হ্রদে।

   

Comments

Popular posts from this blog

WB POLICE RECRUITMENT CONSTABLE/SI -2018 - GENERAL SCIENCE!! PART-1

১. বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. হিলিয়াম D. হাইড্রোজেন সালফাইড (হাইড্রোজেন সালফাইড) ২.  ব্রোমিন একটি – A. কালো রংয়ের তরল B. লাল রংয়ের তরল C. সাদা রংয়ের তরল D. নীল রংয়ের তরল ( লাল রংয়ের তরল) ৩.  নিচের কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? A. পারদ B. ব্রোমিন C. জিঙ্ক D. ইউরেনিয়াম ( পারদ) ৪. নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয়? A. কার্বন ডাই অক্সাইড B. মিথেন C. নাইট্রাস অক্সাইড D. হাইড্রোজেন (হাইড্রোজেন) ৫. কাপড় কাচা সোডা রাসায়নিক ভাবে কি নামে পরিচিত? A. ম্যাগনেসিয়াম কার্বনেট B. ক্যালসিয়াম কার্বনেট C. ক্যালসিয়াম বাই কার্বনেট D. সোডিয়াম কার্বনেট (সোডিয়াম কার্বনেট) ৬.  বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে? A. নাইট্রোজেন B. হাইড্রোজেন C. অক্সিজেন D. কার্বন ডাই অক্সাইড  (নাইট্রোজেন) ৭. পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? A. হিরে B. সোনা C. ইস্পাত D. প্ল্যাটিনাম (হিরে) ৮. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গাস ব্যবহার করা হয় যখন ডুবুরিরা গ...

WB POLICE RECRUITMENT EXAM 2018|| CONSTABLE/SI GK|| PART-6||

১.সিন্ধিয়া গিল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? ক) হকি খ)ফুটবল গ)ব্যাডমিন্টন ঘ) ক্রিকেট (হকি ) ২.'ধামাল ' কোথাকার লোকনৃত্য? ক)হরিয়ানা খ)কর্ণাটক গ)পুদুচেরি ঘ)মিজোরাম  (হরিয়ানা ) ৩.চুতক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ক)কর্ণাটক খ)মহারাষ্ট্র গ)জম্মু ও কাশ্মীর ঘ)ওডিশা (জম্মু ও কাশ্মীর) ৪.বিশ্বে হিন্দি দিবস কবে পালন করা হয়? ক)১১ ই জানুয়ারি খ)১২ই জানুয়ারি গ)১৩ই জানুয়ারি ঘ)১৪ই জানুয়ারি (১০ই জানুয়ারি) ৫.রোল্লাপাড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি  কোথায় অবস্থিত? ক)ওডিশা খ)মনিপুর গ)কর্ণাটক ঘ)অন্ধ্রপ্রদেশ (অন্ধ্রপ্রদেশ) ৬.ভারতে  প্রথম কোথায় মেট্রোরেল চলাচল শুরু হয়? ক)দিল্লী খ)মুম্বাই গ)কলকাতা ঘ)চেন্নাই (কলকাতা) ৭.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি? ক)DNA খ)RNA গ)ATP ঘ)PGA (RNA) ৮.'Ontogeny repeats phylogeny' তত্ত্বের প্রাবক্তা হলেন - ক)লামার্ক খ)হেকেল গ)ডারউইন ঘ)ভাইসমান (হেকেল) ৯.'নিম বাজগো' পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ? ক)হিমাচল প্রদেশ খ)পাঞ্জাব গ)জম্মু ও কাশ্মীর ঘ)দিল্লী (জম্মু ও কাশ্মীর) ১০.সূর্যোদয়ের ...
জুলাই ও অগাস্ট  ১. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি - জোকো উই ডোডো ২. মালয়েশিয়ার প্রধান মন্ত্রী - মাহাতির মাহমুদ ৩. প্রাকৃতিক ক্ষেতি খুশাল  কিষান যোজনা কে চালু করলো -হিমাচল প্রদেশ সরকার ৪. PRAAPTI ওয়েব পোর্টাল চালু করলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ৫. সাংবাদিক দেড় জন্য গোপবন্ধু সম্পাদিকা স্বাস্থা বীমা যোজনা চালু করলো ওড়িষা গভমেন এশিয়ান ভারত চালচিত্র উৎসব ২০১৮-নিউ দিল্লী  ১ st  গ্লোবাল উইন্ড সামিট -হামবুর্গ (জার্মানি) BRICS এর বিদেশ মন্ত্রী দেড় বৈঠক কোথায় অযাযিত হলো -জোহানেসবার্গ  ১১ তম জিও ইন্টেলিজেন্ট এশিয়া ২০১৮ আয়োজিত হলো নিউ দিল্লী তে  ৪৪ তম G ৭ সামিট ২০১৮ কোথায় আয়োজিত হলো -কিউবেক  (কানাডা) G  ৭ সামিট ২০১৯ কোথায় আয়োজিত হবে ফ্রান্স  ১৮ তম সাংহাই কে অপারেশন সামিট কোথায় আয়োজিত হলো -কোয়াংদাও(  চাইনা ) ইনফরমেশন এন্ড কমুনেশন টেকনিলজি সামিট ২০১৮ -নেপাল এর কাঠমান্ডু তে  ১১ তম  বিশ্ব হিন্দি সম্মেলন -পোর্ট লুইসে (মরিশাস) ১০৬ তম  বিজ্ঞান কংগ্রেস কোথায় -পাঞ্জাব এর জলন্ধর  IMD এর কম্পিটিটিভ র্যাংকিং ইনডেক্স ২০১৮ -১ USA ,...